West Indies Series 2022-এ দলে নেই বিরাট কোহলি

জাস্ট দুনিয়া ডেস্ক: জল্পনা ছিলই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে (West Indies Series 2022) দলে রাখা হবে কিনা বিরাট কোহলিকে।এই মুহূর্তে ইংল্যান্ডে চলছে ওডিআই সিরিজ। যার প্রথম ম্যাচে দলে ছিলেন না বিরাট। চোটের জন্যই তাঁকে দলে রাখা হয়নি বলে জানানো হয়েছিল। এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দলে থাকছেন না তিনি। তাঁর সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রিত বুমরাকেও। দলে ফিরতে পারেন লোকেশ রাহুল ও কুলদীপ যাদব। দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে অবশ্য বিশ্রাম দেওয়া হয়েছে রোহিতকে।

ভারতীয় দল: রোহিত শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়াস আয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্যে, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, রবীচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল পটেল, অর্শদীপ সিং।

এদিন টুইট করে ওয়েস্ট ইন্ডিজ সফরের টি২০ দল ঘোষণা করেছেন বিসিসিআই—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle