ভারত বনাম নিউজিল্যান্ড, ভেস্তে গেল বিশ্বকাপের আরও একটি ম্যাচ

ভারত বনাম নিউজিল্যান্ড

জাস্ট দুনিয়া ডেস্ক: ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে অনেক প্রত্যাশা দানা বেধেছিল এতদিন ধরে। কিন্তু সঠিক দিনে এসে সব ভেস্তে গেল। ভেস্তে দিল প্রকৃতি। এই বিশ্বকাপ আগেই রেকর্ড করে ফেলেছে ম্যাচ ভেস্তে যাওয়ার। তাতে আরও একটি সংখ্যা যোগ হল। ২০১৯ বিশ্বকাপে এখনও পর্যন্ত বৃষ্টির জন্য ভেস্তে গেল চারটি ম্যাচ। এই তালিকায় আর ক’টা যুক্ত হবে জানা নেই। তবে দলগুলোর মধ্যে অসন্তোষ দানা বাঁধছে আয়োজকদের বিরুদ্ধে। অনেকেই সংশয় প্রকাশ করেছেন, এই ভেস্তে যাওয়া ম্যাচের প্রভাব পড়বে লিগ টেবলে। যার ফলে যোগ্য দলের নাও যাওয়া হতে পারে সেমিফাইনালে।

এর আগে এই নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বাংলাদেশের কোচ, অস্ট্রেলিয়ার অধিনায়কও। এ বার কোপ পড়ল ভারত ও নিউজিল্যান্ডের উপর। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে এই দুই দলের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস ছিল, বৃষ্টি হবে। কয়েকদিন ধরেই এখানে বৃষ্টি চলছে। বুধবারও বৃষ্টির মধ্যেই অনুশীলন করেছে ভারতীয় দল। প্রশ্ন উঠছে এই পূর্বাভাস তো এই ভেন্যুগুলো নির্ধারিত করার আগেও ছিল। তা হলে এত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্টের সঙ্গে এই ছেলেখেলা কেন করা হল?

এখনও পর্যন্ত বিশ্বকাপে সব থেকে কম ম্যাচ খেলেছে ভারত। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার নামার কথা ছিল। অন্যদিকে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জিতে লিগ টেবলের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। রবিবার পাকিস্তান ম্যাচের আগে এই ম্যাচ জিতে নিতে পারলে ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস বাড়ত। কারন শিখর ধাওয়ানের চোটে বিশ্বকাপের শুরুতেই জোড় ধাক্কা খেয়েছে দল। রোহিত শর্মার সঙ্গে এই ম্যাচে ওপেন করতে নামার কথা ছিল লোকেশ রাহুলের। কিন্তু সেই ম্যাচ প্র্যাকটিসটা হল না এই জুটির।

যদিও পাকিস্তান ম্যাচকে আরও একটি ম্যাচ হিসেবেই দেখছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, ‘‘মাঠে আনমলেই সব শান্ত। এই ম্যাচেও আমাদের লক্ষ্য পরিকল্পনাকে সঠিকভাবে কাজে লাগানো। এই ম্যাচের যে উত্তেজনা তার প্রভাব পড়বে নতুনদের উপর যারা প্রথম খেলবে।’’ পাকিস্তান ম্যাচ মানে বিরাট মানসিক চাপ। তার উপর এই ম্যাচ নিয়ে বিশ্বকাপ শুরুর আগে কম জলঘোলা হয়নি। সব মিলে মানসিক চাপটা অনেকটাই বেশি থাকবে।

তবে অনেকদিন পরে খেলতে নামায় সবাই রিকভারির পুরো সময় পাবে। এই ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গিয়েছে। যার ফলে ভারতের পয়েন্ট দাঁড়াল পাঁচ। এবং নিউজিল্যান্ডের পয়েন্ট সাত।

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)