জাস্ট দুনিয়া ডেস্ক: টি২০ বিশ্বকাপের মাঝেই ঘোষণা হয়ে গেল জোড়া সফরের জন্য ভারতীয় ক্রিকেট দল। টি২০ বিশ্বকাপের পর চারটে সিরিজ খেলবে ভারত (Indian Cricket Team)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ ও একদিনের সিরিজ এবং বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ও টেস্ট সিরিজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে বিরাট কোহলি রোহিত শর্মার মতো সিনিয়ররা না থাকলেও তাঁরা দু’জনেই ফিরছেন বাংলাদেশ সিরিজে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে হার্দিক পাণ্ড্যে ও শিখর ধাওয়ানকে টি২০ ও ওডিআই সিরিজে। দুই দলেরই সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে ঋষভ পন্থকে।
নিউজিল্যান্ড বিরুদ্ধে ভারতের টি২০ দল: হার্দিক পাণ্ড্যে (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক-উইকেটরক্ষক), শুভমান গিল, ঈশান কিশান, দীপক হুডা, সূর্য কুমার যাদব, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, হর্ষল প্যাটেল , মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই দল: শিখর ধাওয়ান (অধিনায়ক), ঋষভ পান্থ (সহ-অধিনায়ক-উইকেটরক্ষক), শুভমান গিল, দীপক হুডা, সূর্য কুমার যাদব, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, শাহবাজ আহমেদ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, দীপক চাহার, কুলদীপ সেন, উমরান মালিক।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ওডিআই দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ঈশান কিশান (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল , ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, দীপক চাহার, যশ দয়াল।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল , কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে