দুরন্ত কেকেআর, হায়দ্রাবাদকে হারিয়ে বাজিমাত ব্যাটসম্যানদের

প্লে-অফের আরও কাছে কেকেআরশুবমানের ব্যাটে বাজিমাত কলকাতার। ছবি: কেকেআর-এর ফেসবুক

জাস্ট দুনিয়া ডেস্ক: দুরন্ত কেকেআর শুরুটা ভালই করে দিল। শুধু ভাল করল না রান তাড়া করে জয়ের রাস্তাটা যে তাঁরা খুঁজে বের করতে পারে তা বুঝিয়ে দিলেন দলের ব্যাটসম্যানরা। দু’দিন আগেই দলের সহকারি কোচ কাটিচ দাবি করেছিলেন এই মরসুমে তাঁদের ব্যাটিং লাইন-আপ সব থেকে সেরা। তারই প্রমান দিয়ে দিল শুরুতেই। আইপিএল ২০১৯-এ কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ খেলতে নেমেছিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। সেই হায়দ্রাবাদের বিরুদ্ধে যাদের কাছে হেরে গত মরসুমে ছিটকে যেতে হয়েছিল কেকেআরকে।  কিন্তু গত বছরের হিসেব এই বছর তুলে নিতে পিছপা হয়নি কলকাতা।

রবিবার ইডেনে টস জিতে প্রথমে ব্যাট ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। নির্বাসন কাটিয়ে ফেরা ডেভিড ওয়ার্নারের দুরন্ত ব্যাটিং ও সঙ্গে জনি বেয়ারস্টো ও বিজয় শঙ্করের যথাযোগ্য সঙ্গত হায়দ্রাবাদকে ২০ ওভারে ১৮১-৩-এ পৌঁছে দিয়েছিল।

ডেভিড ওয়ার্নার ওপেন করতে নেমেছিলেন জনি বেয়ারস্টোকে নিয়ে। রাসেলের বলে যখন উথাপ্পাকে ক্যাচ দিয়ে তিনি থামলেন তখন ৫৩ বলে ৮৫ রানের ইনিংস খেলে ফেলেছেন তিনি। আর এক ওপেনার জনি বেয়ারস্টোকে ৩৯ রানে ফেরালেন পীযুশ চাওলা। ইউসুফ পাঠা‌ন মাত্র ১ রান করে আউট হলেন। বিজয় শঙ্করের ২৪ বলে ৪০ রানের ইনিংস বাকি কাজটি করে দিল।

আইপিএল ২০১৯: লিগের সম্পূর্ণ সূচি ঘোষণা করল বিসিসিআই

জবাবে ব্যাট করতে নামা কেকেআর-এর শুরুটা খুব ভাল হয়নি। দ্বিতীয় ওভারেই মাত্র সাত রান করে ফিরে যান ক্রিস গেল।  এর পর কেকেআর ব্যাটিংয়ের হাল ধরে আর এক ওপেনার নীতিশ রানা। তাঁকে সাময়িক সঙ্গ দেন রবিন উথাপ্পা। নীতিশ রানা ৬৮ ও রবিন উথাপ্পা ৩৫ রান করে আউট হয়ে যান। দীনেশ কার্তিক সেই সময় ভরসা দিতে পারেননি। ২ রান করেই ফেরেন তিনি।

যখন মনে হচ্ছে এই ম্যাচ হারতে চলেছে কেকেআর। তখনই জ্বলে ওঠে আন্দ্রে রাসেলের ব্যাট। এরকম ঝোড়ো ব্যাটিং করে খেল বদলে দেওয়ার একাধিক রেকর্ড রয়েছে তাঁর দখলে। মাত্র ১৯ বলে ৪৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিন। আর শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় এনে দিয়ে নিজের উপস্থিতি জানান দেন শুবমান গিল। ১০ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন তিনিও।

দু বল বাকি থাকতেই চার উইকেট হারিয়ে ১৮৩ রান তুলে নেয় কেকেআর। মাঝে ইডেনের ফ্লাড লাইট নিভে যাওয়ায় সাময়িক খেলা বন্ধ রাখা হয়।

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)