Virat Kohli কি সত্যিই ওডিআই ক্রিকেট থেকে অবসর নিয়ে নেবেন

Virat Kohli

Virat Kohli ও রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে জল্পনার শেষ নেই। প্রথমে টি২০ ও তার পর টেস্ট ক্রিকেট থেকে দুই তারকা ক্রিকেটার প্রায় এক সঙ্গেই অবসর ঘোষণা করেছিলেন দু’জনে। এর সঙ্গেই জানিয়েছিলেন, একদিনের আন্তর্জাতিকে খেলা চালিয়ে যাবেন দু’জনেই। যে কারণে দীর্ঘদিন পর আবার মাঠে ফিরেছেন দু’জনে। তবে শুভমান গিলের অধিনায়কত্বে অস্ট্রেলিয়া সফৱে। প্রথম ম্যাচে দুই তারকাই হতাশ করেছিলেন তাঁদের পারফর্মেন্স দিয়ে। তবে বৃহস্পতিবার অ্যাডিলেডে দ্বিতীয় একদিনের ম্যাচে রোহিত শর্মা রানে ফিরলেন কিন্তু বিরাটের ব্যর্থতা অব্যহত থাকল। প্রথম ম্যাচ রানের খাতা খুলতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচেও পারলেন না। এলবিডব্লু আউট হওয়ার পর রিভিউ নিতে চেয়েছিলেন কিন্তু রোহিত শর্মা সহমত ছিলেন না বিরাটের সঙ্গে সে কারণে তাঁকে হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়।

মাঠ ছাড়ার সময় তাঁর বডি ল্যাঙ্গোয়েজ, তাঁর সমর্থকদের উদ্দেশে প্রতিক্রিয়া নতুন করে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি যখন মাঠ ছাড়ছিলেন তখন তাঁকে রীতিমতো বিধ্বস্ত দেখাচ্ছিল। সমর্থকরা তাঁর উদ্দেশে কোনও কটূক্তি না করে তাঁকে হাততালি দিয়ে অভিবাদন জানান। তিনিও তাঁদের অভিবাদন গ্রহন করেন। একহাতে ব্যাট আর অন্য হাতে গ্লাভস জোড়া ধরা। সেই গ্লাভজোড়া ধরা হাতই তুলে দিলেন সমর্থকদের উদ্দেশে। হালকা নাড়লেন, তার পর ঢুকে গেলেন  ড্রেসিংরুমে।


আর তার পর থেকেই মনে করা হচ্ছে হয়তো কোহলি এই সিরিজের পর আর একদিনের আন্তর্জাতিকও খেলবেন না। হয়তো ঘোষণা করে দেবেন অবসর। বিরাট, রোহিত ২০২৭-এর ওডিআই বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে আ‌লোচনা চলছিল। অনেকেই মনে করছেন, এই সিরিজই তাঁদের শেষ ওডিআই। তবে এদিন রোহিত শর্মার ব্যাটে রান নতুন করে তাঁর আর বিরাটের ভাগ্যকে কিছুটা আলাদা জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে। তবে সিরিজ শেষের পরই বোঝা যাবে ঠিক কী সিদ্ধান্ত নেন বিরাট ও রোহিত।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle