জাস্ট দুনিয়া ব্যুরো: আইএসএল ২০২০-২১ কলকাতা ডার্বি জিতে নিল এটিকে মোহনবাগান। খেলার ফল এটিকে মোহনবাগাান-৩, এসসিি ইস্টবেঙ্গল ১। ডাার্বি ঘিরে সেই উত্তেজনার ছবি উধাও এ বছর। দুই দলই খেলছে ইন্ডিয়ান সুপার লিগে কিন্তু গোয়ার মাটিতে দর্শকশূন্য গ্যালারিতে। তাই মন খারাপ কলকাতার। ইস্টবেঙ্গল, মোহনবাগানের লড়াই ঘিরে ম্যাচের আগের এক সপ্তাহ ধরে যে সব তরজা চলে তা এ বার যেন অনেকটাই কম। আর ম্যাচের দিন সকাল থেকেই সাজ সাজ রব। বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম মিশে যেত এক জায়গায়, যুবভারতী ক্রীড়াঙ্গনে। সঙ্গে মাঠ কাঁপানো হুঙ্কার। কখনও লাল-হলুদ গ্যালারি তো কখনও সবুজ-মেরুর সমর্থকরা মাতিয়ে দিত মঞ্চ। আর সেই মঞ্চে শেষ কাজটি করে যেতেন ফুটবলাররা। সেই দিন অতীত না হলেও এই বছর আর পাওয়া যাবে না। তাই চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায় বা নেট দুনিয়ায় সঙ্গে ঘরে বসে চাগিয়ে দিতে হবে কলকাতা ডার্বির আবেগকে।
আইএসএল ২০২০-২১ কলকাতা ডার্বি: এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচ লাইভ
৩-১ গোলে এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে ফিরতি লেগের ডার্বি জিতে নিল এটিকে মোহনবাগান। ম্যাচের সেরা রয় কৃষ্ণা।
গোল করালেন আবারও সেই রয় কৃষ্ণা তাঁর বুদ্ধির কাছে আবারও পরাস্ত ইস্টবেঙ্গল রক্ষণ। ডানদিক থেকে বল নিয়ে ইস্টবেঙ্গল বক্সে ঢুকে পড়েছিলেন তিনি। ইস্টবেঙ্গল রক্ষণের লক্ষ্য ছিল তাঁরই দিকে।আর সেই সুযোগেই পিছন থেকে উঠে আসা জাভিকে লক্ষ্য করে বল তুলে দিলেন কৃষ্ণা। জাভির হেডেই লেখা ছিল তৃতীয় গোল। গোলের নিচে তখন অসহায় সুব্রত পাল।
৮৮.৩০ মিনিট: গোওওওওওল… জাভির গোলে আবারও এগিয়ে গেল মোহনবাগান
৮৫.৫৩ মিনিট: মোহনবাগান রক্ষণকে কাটিয়ে একাই বল নিয়ে বক্সে পৌঁছে গিয়েছিলেন ব্রাইট কিন্তু কর্নারের বিনিময়ে বিনিময় তা বাঁচিয়ে দিলেন গোলকিপার অরিন্দম।
৮৩ মিনিট: মোহনবাগান রক্ষণে দুরন্ত হয়ে উঠেছেন অধিনায়ক প্রীতম কোটাল ইস্টবেঙ্গলের একাধিক আক্রমণ আটকে যাচ্ছে তারই পায়।
৮১.৫২ মিনিট: কর্নার ইস্টবেঙ্গল-এর স্বপক্ষে। অল্পের জন্য গোলের সুযোগ নষ্ট। ৩ গজ বক্সের কোনা থেকে সার্থক গোলুইয়ের শট বাইরে গেল।
৭৫ মিনিট: আবার বৃষ্টি শুরু হয়েছে গোয়ায়
গোল করলেন এবং করালেন, তিনি রয় কৃষ্ণা। বক্সের মধ্যে যখন বল পায়ে রয় কৃষ্ণাকে ঘিরে ফেলেছে ইস্টবেঙ্গল রক্ষণ তখনই সুযোগ বুঝে ফাঁকায় দাঁড়িয়ে থাকা উইলিয়ামসকে আলতো টোকায় বল ঠেলে দিলেন রয়। যা থেকে গোল করতে ভুল করেননি তিনি। আর তিনিগোল করলে মোহনবাগান হারে না।
৭১.৫২ মিনিট: গোওওওওওল…. ডেভিড উইলিয়ামস-এর গোলে আবার এগিয়ে গেল মোহনবাগান
৭০ মিনিট: পর পর কর্নার মোহনবাগানের কিন্তু কোনও কাজে লাগল না
৬৬ মিনিট: বুক দিয়ে বল নামিয়ে প্রায় মাঝ মাঠ থেকে প্রথমে লেনি রডরিগেজ এবং পরে সন্দেশ ঝিঙ্গানকে ঘাড়ে নিয়ে মোহনবাগান বক্সে পৌঁছে গিয়েছিলেন ব্রাইট কিন্তু শেষটা সঠিক হল না
৬৪.৪৪ মিনিট: ফাউল করে হলুদ কার্ড দেখলেন মোহনবাগানের সন্দেশ ঝিঙ্গন
৬১ মিনিট: হলুদ কার্ড দেখলেন ইস্টবেঙ্গলের পিলকিন্টন
৫৭ মিনিট: এটিকে মোহনবাগানের নটির মধ্যে তিনটি শট ছিল টার্গেটে
নির্বাসনের জন্য মাঠের বাইরে এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার। তাঁর কাছে এই ডার্বি আরও বড় চ্যালেঞ্জ। জিততে পারলে সমালোচনার হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে।
৫১.৩০ মিনিট: প্রথমার্ধের শুরুর অনেকটা সময় ম্যাচ মোহনবাগানের দখলে থাকলেও সমতায় ফেরার পর থেকে ম্যাচে সমানভবে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু
প্রথমার্ধের খেলা শেষে এটিকে মোহনবাগান ১ – এসসি ইস্টবেঙ্গল ১
৪৫ মিনিট: তিন মিনিট অতিরিক্ত সময়
ফতোরদায় বৃষ্টি শুরু। তার মধ্যেই চলছে খেলা
৪০.২৫ মিনিট: গোওওওওওল… সমতায় ফিরলো ইস্টবেঙ্গল যদিও মোহনবাগানের মার্সেলিনোর সেমসাইড গোলে
৩৮.৪৬ মিনিট: আবার ইস্টবেঙ্গল বক্সে বল নিয়ে ঢুকে পড়েছিলেন রয় কৃষ্ণা কিন্তু অল্পের জন্য তাঁর শট বাইরে গেল
৩৫ মিনিট: এটিকে মোহনবাগান বনাম এফসি ইস্টবেঙ্গল-এর মধ্যে প্রথমার্ধের খেলা চলছে যেখানে এখনও ১-০ গোলে এগিয়ে মোহন বাগান
জল পানের বিরতি
৩০.৪৪ মিনিট: হলুদ কার্ড দেখলেন মোহনবাগানের ম্যাক হফ
২৬.৪৫ মিনিট: রাজু গায়কোয়াড়-এর লম্বা থ্রো মোহনবাগান বক্সের মধ্যে পেয়েও কোন কাজে লাগাতে পারলো না ইস্টবেঙ্গল আক্রমণ বিভাগ
২৩ মিনিট: আবার আক্রমণ মোহনবাগানের মার্সেলিনোর শট শরীর দিয়ে আটকালেন সুব্রত পাল
২১ মিনিট: এটিকে মোহনবাগান ১ – এসসি ইস্টবেঙ্গল ০
ইস্টবেঙ্গল বক্সের বাইরে একটি লং বল পেয়ে গিয়েছিলেন রয় কৃষ্ণা সেখান থেকে ইস্টবেঙ্গল রক্ষণের নাগালের বাইরে দিয়ে ঢুকে পড়েন বক্সে। সামনে তখন শুধুই গোলকিপার সুব্রত পাল জায়গা ছোট করতে বেরিয়ে এসেছিলেন তিনি আর সেই সুযোগেই তাঁকে কাটিয়ে ডানদিক থেকে দ্বিতীয় পোস্টের গা ঘেঁষে বল জালে জড়িয়ে দেন তিনি।
১৪.৩৪ মিনিট: গোওওওওল… রয় কৃষ্ণার গোলে এগিয়ে গেল মোহনবাগান।
১১.৪৬ মিনিট: ইস্টবেঙ্গলের কর্নার। মাঘোমার কর্নার ক্লিয়ার।
ফিরতি বলে সুযোগ এসে গিয়েছিলো মনবীরের সামনেও কিন্তু বলেন নাগাল পাননি তিনি
৬ মিনিট: বল নিয়ে ইস্টবেঙ্গল বক্সে ঢুকে পড়েছিলেন রয় কৃষ্ণা কিন্তু শেষ পর্যন্ত দলকে বিপদমুক্ত করেন রাজু গায়কোয়াড়
৪ মিনিট: মোহনবাগানের ফ্রি কিক কাজে লাগল না
৩.৩০ মিনিট: বাঁ দিক থেকে শুভাশিসের ক্রস ইস্টবেঙ্গল বক্সের মধ্যে ক্লিয়ার
১ মিনিট: ইস্টবেঙ্গল বক্সে শুরুতেই মোহনবাগানের হানা যদিও সমস্যায় ফেলতে পারেনি ইস্টবেঙ্গল রক্ষণকে
খেলা শুরু
খেলা শুরু হতে আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। মাঠে নেমে পড়েছে দুই দল
ইস্টবেঙ্গলের সামনে আইএসএল-এর তেমন আশা আর নেই তবে প্রথম লেগের বদলা আর সঙ্গে ডার্বি জিতে মাথা উঁচু করেই শেষ করতে চাইবে লাল-হলুদ ব্রিগেড।
গোল করেছিলেন রয় কৃষ্ণা ও মনবীর সিং
২-০ গোলে জিতেছিল মোহনবাগান
আইএসএল ২০২০-২১-এৱ প্রথম কলকাতা ডার্বি জিতে নিয়েছিল মোহনবাগান। এসসি ইস্টবেঙ্গলের এটিই ছিল প্রথম ম্যাচ।
(আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)