জাস্ট দুনিয়া ডেস্ক: ISL 2021-22-র দ্বিতীয় লেগের সূচি চলে এল প্রকাশ্যে। ফের আসছে কলকাতা ডার্বি। এ বার শীতের আমেজে উষ্ণতা ছড়াতে জানুয়ারির শেষ শনিবার মাঠে নামবে কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দী ক্লাব এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল। হিরো ইন্ডিয়ান সুপার লিগ ২০২১-২২-এর দ্বিতীয় লেগের যে ক্রীড়াসূচি প্রকাশিত হল মঙ্গলবার, সেই সূচি অনুযায়ী ফিরতি ডার্বিতে এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল মুখোমুখি হবে ২৯ জানুয়ারি, শনিবার, সন্ধ্যা সাড়ে সাতটায়, ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে। এটি হতে চলেছে এটিকে মোহনবাগানের হোম ম্যাচ।
গত ২৭ নভেম্বর প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সবুজ মেরুন শিবির ৩-০-য় হারিয়ে দেয় এসসি ইস্টবেঙ্গলকে। ১৪ মিনিটের মধ্যে জোড়া গোলে এগিয়ে যায় তারা। রয় কৃষ্ণা ও মনবীর সিং দলকে এগিয়ে দেওয়ার পরে ২৩ মিনিটের মাথায় ফের চিরপ্রতিদ্বন্দীরা ধাক্কা খায় লিস্টন কোলাসোর সুযোগসন্ধানী গোলে। সেই হারের বদলা নেওয়ার সুযোগ লাল-হলুদ শিবির পাবে ২৯ জানুয়ারি।
এর আগে চলতি হিরো আইএসএলের প্রথম লেগের ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছিল। ৮ জানুয়ারি পর্যন্ত প্রকাশিত সূচীর পর থেকে এ বার বাকি অংশের সূচীও প্রকাশ করা হল। জানুয়ারি ও ফেব্রুয়ারি— এই দুই মাস উপভোগ করতে পারবেন দেশের সেরা ফুটবল উৎসবের আনন্দ। মার্চের ৫ তারিখে শেষ হবে লিগ পর্ব, এফসি গোয়া ও কেরালা ব্লাস্টার্সের মধ্যে ম্যাচ দিয়ে। তার পরে শুরু হবে নক-আউট পর্ব।
এটিকে মোহনবাগানের দ্বিতীয় লিগের ম্যাচ: ১৫ জানুয়ারি- বনাম বেঙ্গালুরু এফসি, ২০ জানুয়ারি- বনাম কেরালা ব্লাস্টার্স, ২৯ জানুয়ারি- বনাম এসসি ইস্টবেঙ্গল, ৩ ফেব্রুয়ারি- বনাম মুম্বই সিটি এফসি, ৮ ফেব্রুয়ারি- বনাম হায়দরাবাদ এফসি, ১৩ ফেব্রুয়ারি- বনাম ওডিশা এফসি, ১৬ ফেব্রুয়ারি- বনাম জামশেদপুর এফসি, ২১ ফেব্রুয়ারি- বনাম চেন্নাইন এফসি, ২৫ ফেব্রুয়ারি- বনাম এফসি গোয়া, এবং ৪ মার্চ- বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি।
এসসি ইস্টবেঙ্গলের দ্বিতীয় লেগের ম্যাচ: ১১ জানুয়ারি- বনাম জামশেদপুর এফসি, ১৯ জানুয়ারি- বনাম এফসি গোয়া, ২৪ জানুয়ারি- বনাম হায়দরাবাদ এফসি, ২৯ জানুয়ারি- বনাম এটিকে মোহনবাগান, ২ ফেব্রুয়ারি- বনাম চেন্নাইন এফসি, ৭ ফেব্রুয়ারি- বনাম ওডিশা এফসি, ১২ ফেব্রুয়ারি- বনাম মুম্বই সিটি এফসি, ১৮ ফেব্রুয়ারি- বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি, ২৩ ফেব্রুয়ারি- বনাম বেঙ্গালুরু এফসি এবং ২৮ ফেব্রুয়ারি- বনাম কেরালা ব্লাস্টার্স।
(তথ্য ও লেখা আইএসএল ওয়েবসাইট থেকে)
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)