স্থগিত ISL 2025-26, ক্লাবগুলোকে জানিয়ে দিল এফএসডিএল

ISL 2025-26

আশঙ্কা ছিলই, তবে সেটা সত্যি হয়ে যাক তা মনে হয় কোনও ফুটবলপ্রেমীই চাননি। কিন্তু শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025-26) স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল মূল আয়োজকদের পক্ষ থেকে। এফএসডিএল-এর পক্ষ থেকে ক্লাব এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে জানানো হয়েছে যে বর্তমান মাস্টার রাইটস চুক্তি (এমআরএ)-এর মেয়াদ শেষ হওয়ার পরে চুক্তি কাঠামো সম্পর্কে স্পষ্টতা না আসা পর্যন্ত তারা ২০২৫-২৬ মরসুম শুরু করতে পারবে না। এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আটকে রয়েছে এআইএফএফ-এর সব ক্ষমতা।

আসন্ন মরসুম নিয়ে অনিশ্চয়তার কথা গত মরসুম শেষ হওয়ার আগে থেকেই শোনা গিয়েছিল। তার পর সম্প্রতি এআইএফএফ ২০২৫-২৬ মরসুমের যে ক্যালেন্ডার প্রকাশ করেছে তাতে আইএসএল-এর জায়গা হয়নি। যা আরো স্পষ্ট করে দিয়েছিল আইএসএল-এর ভাগ্য।  এমআরএ মেয়াদের অবস্থা সম্পর্কে কোনও স্পষ্টতা না থাকায় লিগের আয়োজকরা ক্লাব এবং এআইএফএফকে তাদের সিদ্ধান্তের কথা আগেই আলাদা আলাদা করে জানিয়েছিল বলে জানা গিয়েছে।


ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL), যারা ISL পরিচালনা করে, AIFF-এর একটি বাণিজ্যিক অংশীদার, যার সঙ্গে গভর্নিং বডি ২০১০ সালে ১৫ বছরের চুক্তি করে। বর্তমান এমআরএ-এর অধীনে, এফএসডিএল এআইএফএফ-কে বার্ষিক ৫০ কোটি টাকা প্রদান করে। বিনিময়ে, এফএশডিএল জাতীয় দল-সহ ভারতীয় ফুটবল সম্প্রচার, পরিচালনা এবং বাণিজ্যিকীকরণের অধিকারী। আইএসএল মরসুম সাধারণত সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলে এবং বর্তমান এমআরএ-র মেয়াদে এফএসডিএল এবং এআইএফএফ-এর মধ্যে চুক্তি এই বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। এই সময়ের মধ্যে যদি আইপিএল  শুরুও হয় তাহলে তা সবে তৃতীয় মাসে পড়বে। সেই অবস্থায় মাঝ পথে লিগ বন্ধ করে দেওয়ার থেকে আগেই তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল এফএসডিএল।

এফএসডিএল চিঠিতে বলেছে, যেহেতু ডিসেম্বরের পরে কোনও নিশ্চিত চুক্তিবদ্ধ কাঠামো নেই, তাই তারা ২০২৫-২৬ মরসুমের কার্যকর পরিকল্পনা, আয়োজন বা বাণিজ্যিকীকরণ করতে অক্ষম। এই কারণে, এফএসডিএল জানিয়েছে যে তারা আসন্ন মরসুমকে এগিয়ে নিয়ে যাওয়ার অবস্থানে নেই এবং এই সিদ্ধান্তটি হালকাভাবে নেওয়া হয়নি।

“ডিসেম্বরের পরে একটি নিশ্চিত চুক্তিবদ্ধ কাঠামোর অভাবে, আমরা ২০২৫-২৬ আইএসএল মরসুম কার্যকরভাবে পরিকল্পনা, সংগঠিত বা বাণিজ্যিকীকরণ করতে অক্ষম।  এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা আপনাদের দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা বর্তমানে ২০২৫-২৬ আইএসএল মরসুম নিয়ে এগিয়ে যাওয়ার অবস্থানে নেই এবং বর্তমান এমআরএ মেয়াদের শেষের পরে চুক্তিবদ্ধ কাঠামো সম্পর্কে আরও স্পষ্টতা না আসা পর্যন্ত এটি স্থগিত রাখছি,’’ এফএসডিএল তাদের চিঠিতে জানিয়েছে।

“আমরা আপনাদের নিশ্চিত করছি যে এই সিদ্ধান্তটি হালকাভাবে নেওয়া হয়নি,” এফএসডিএল সমস্ত আইএসএল ক্লাবের উদ্দেশে লেখা চিঠিতে বলেছে।

এফএসডিএল অংশগ্রহণকারী ক্লাব (৬০%), এফএসডিএল (২৬%) এবং এআইএফএফ (১৪%) শেয়ারহোল্ডার হিসাবে আইএসএল পরিচালনাকারী একটি নতুন হোল্ডিং কোম্পানি তৈরির পক্ষে ছিল বলে জানা গিয়েছে। এবার পরবর্তী সিদ্ধান্ত কী হবে, আদৌ নতুন চুক্তি করে সময় মতো আইএসএল ২০২৫-২৬ শুরু করা যাবে কিনা তা বোঝা যাবে সুপ্রিম কোর্টের রায়ের পরই। যা ১৪ জুলাইয়ের পর আসার কথা। ততদিন একরাশ উত্তেজনা নিয়ে অপেক্ষা করতে হবে ভারতীয় ফুটবলপ্রেমীদের।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle