জাস্ট দুনিয়া ব্যুরো: ISL 8 Kolkata Derby শুরু হয়ে গেল ভাস্কোর তিলক ময়দানে। ইন্ডিয়ান সুপার লিগে মুখোমুখি কলকাতার দুই জায়ান্ট এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। কিন্তু খেলল একটাই দল আর সেটা হল এটিকে মোহনবাগান। প্রথম থেকে শেষ ৯০ মিনিট খেলল ১১ জন। বাকি ১১ জনের তরফে ছিল অসহায় আত্মসমর্পণ। হতাশার থেকেও বেশি কিছু দেখাল এসসি ইস্টবেঙ্গল।
৯০.০০: ৩ মিনিট অতিরিক্ত সময়
৮৬.০০: আরও একটি গোল প্রায় করেই ফেলেছিলেন রয় কৃষ্ণা। শেষ মুহূর্তে ক্লিয়ার করলেন আদিল খান
৮৩.০০: অ্যান্তোনিওর হলুদ কার্ড
৭৬.০০: মোহনবাগানে পরিবর্তন, লিস্টনের জায়গায় প্রবীর
৭৩.০০: লিস্টনের শট ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে গেল
৬৮.০০: রফিকের শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে গেল বাইরে
৬৭.০০: মোহনবাগানে প্রথম পরিবর্তন, ডেভিড উইলিয়ামসের জায়গায় হুগো বুমোস
৫৯.০০: পঞ্চম পরিবর্তন ইস্টবেঙ্গলে, ড্যারেনের জায়গায় ড্যানিয়েল
৫৫.০০: ইস্টবেঙ্গলে পরিবর্তন রাজুর জায়গায় এলেন আদিল
৪৯.০০: আবারও ইস্টবেঙ্গল বক্সে ঢুকে পড়েছিলেন রয় কৃষ্ণা
৪৬.০০: ইস্টবেঙ্গলে পরিবর্তন, টমিস্লাভের জায়গায় মাঠে নামলেন আমির
দ্বিতীয়ার্ধের খেলা শুরু
ইস্টবেঙ্গলের খেলা দেখে মনে হচ্ছে আইএসএল-এ খেলাটাই লক্ষ্য কিন্তু ভাল ফুটবল খেলাটা লক্ষ্য নয়। লজ্জার দ্বিতীয় বছর ইস্টবেঙ্গলের জন্য। হার-জিৎ খেলার অংশ কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় হার মানাটা ইস্টবেঙ্গলের মতো দলের জন্য লজ্জার। তার দোষটা প্লেয়ারদের দিলে চলবে না। কোথায় ইস্টবেঙ্গলের থেকে মোহনবাগান গত দু’বছরে আলাদা হয়ে যাচ্ছে সেটা কিন্তু সবারই জানা। কর্তা-স্পনসর লড়াই একটা দলের ইতিহাসকে শেষ করে দিচ্ছে ক্রমশ। ভাবার সময় এসেছে এবার।
হাফ টাইম
৪৫.০০: ৪ মিনিট অতিরিক্ত সময় প্রথমার্ধের
৩৩.০০: লালরিনলিয়ানাকে তুলে অমরজিৎ কিয়ামকে মাঠে আনলেন ইস্টবেঙ্গল কোচ
৩২.৪৩: ইস্টবেঙ্গল গোলকিপার অরিন্দমকে তুলে নিল কোচ
২৯.০০: ছন্নছাড়া ফুটবল এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের, পরিকল্পনাহীন ফুটবল
সাড়ে ২২ মিনিটেই ৩ গোল, এখনও পুরো ম্যাচ পড়ে রয়েছে, গোলের মালা পড়াতে চলেছে মোহনবাগান
২২.২৫: গোওওওল… এবার লিস্টন, ৩-০ গোলে এগিয়ে গেল মোহনবাগান।
১৭.১৯: আরও একবার সুযোগ চলে এসেছিল মোহনবাগানের সামনে কোনও রকমে বাঁচালেন অরিন্দম, মোহনবাগানের তরফে পেনাল্টির দাবি উঠলেও দেয়নি রেফারি
মোহনবাগনকে কোনওভাবেই আটকাতে পারছে না ইস্টবেঙ্গল রক্ষণ
১৩. ২৮: গোওওওল… এবার মনবীর সিং, তাঁর ডান পায়ের দুরন্ত শটে পরাস্ত ইস্টবেঙ্গল গোলরক্ষক অরিন্দম
মোহনবাগানকে এগিয়ে দিলেন সেই রয় কৃষ্ণা
১১.৪০: গোওওওওল….. এগিয়ে গেল মোহনবাগান
খেলা শুরু
মরসুমের প্রথম ডার্বি খেলতে নেমে পড়ল এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)