রবি শাস্ত্রী-কেই চাইছেন কোহলিরা, কপিল-গায়কোয়াড়দেরই দায়িত্ব দেওয়া হচ্ছে কোচ বাছার

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ভারতীয় দলভারতীয় দল

জাস্ট দুনিয়া ডেস্ক: রবি শাস্ত্রী এ যাত্রায় হয়তো বেঁচে যাচ্ছেন। বিরাট কোহলি এবং ভারতীয় দলের আরও কয়েকজন এখনও আস্থা রাখছেন শাস্ত্রীর ওপর। ফলে বিভিন্ন সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, তাতে হয়তো শাস্ত্রীকেই কোচ হিসেবে রেখে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত ছিটকে যাওয়ার পরে মনে করা হয়েছিল, শাস্ত্রীকে হয়তো এখনই ছেঁটে ফেলা হবে। কিন্তু পরে জানা যায়, ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত রেখে দেওয়া হবে তাঁকে। এর মধ্যে নতুন কোচ বেছে ফেলা হবে। নতুন কোচ চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড মঙ্গলবার বিজ্ঞপ্তিও জারি করেছে।

খেলার আরও খবর পড়তে ক্লিক করুন…

কিন্তু সূত্রে পাওয়া খবরে জানা যাচ্ছে, কোচ হওয়ার জন্য যাঁরাই আবেদন করুন না কেন, শাস্ত্রীকেই রেখে দেওয়া হবে। ওই সূত্রকে উদ্ধৃত করে একটি টেলিভিশন চ্যানেল জানাচ্ছে, অধিনায়ক বিরাট কোহলি এবং দলের আরও কয়েকজন ক্রিকেটার রবি শাস্ত্রীর কোচিং পদ্ধতি নিয়ে খুব খুশি। তাঁরা চাইছেন শাস্ত্রী থেকে যান। তাঁদের বক্তব্য, শাস্ত্রী কোচ থাকার সময়ই ভারত টেস্ট এবং একদিনের ক্রিকেটে এক নম্বর হয়েছে। একটা মাত্র ম্যাচে দলের খারাপ পারফরমেন্সের জন্য তাঁকে ছেঁটে ফেলা ঠিক হবে না। শাস্ত্রী যদি আবার আবেদন করেন, তাহলে তাঁকেই কোচ করা হোক, চাইছেন কোহলিরা।

এদিকে কোচ বাছার দায়িত্ব দেওয়া হচ্ছে কপিল দেব, অংশুমান গায়কোয়াড় এবং শান্তা রঙ্গস্বামীকে। এঁরাই ভারতের মহিলা দলের কোচ বেছেছিলেন। ভারতীয় বোর্ডের ক্রিকেট বিষয়ক জেনারেল ম্যানেজার সাবা করিম এই তিনজনের সঙ্গেই কথা বলেছেন। তিনজনেই সম্মতি জানিয়েছেন। এরপর বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের তিন সদস্য বিনোদ রায়, ডায়না এডুলজি ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এ ব্যাপারে সবুজ সঙ্কেত দেন।

জাতীয় নির্বাচক কমিটির মেয়াদও শেষ হয়ে গেছে। জানা গেছে, কপিল, গায়কোয়াড় ও রঙ্গস্বামীর ক্রিকেট অ্যাডভাইসরি কমিটিকেই দায়িত্ব দেওয়া হবে নতুন নির্বাচক কমিটি বেছে নেওয়ার। এখনকার নির্বাচক কমিটিতে চেয়ারম্যান হিসেবে রয়েছেন এম এস কে প্রসাদ। বাকি চার সদস্য শরণদীপ সিং, দেবাং গান্ধী, যতীন পরাঞ্জপে ও গগন খোদা।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

জাতীয় নির্বাচক কমিটির মেয়াদও শেষ হয়ে গেছে। জানা গেছে, কপিল, গায়কোয়াড় ও রঙ্গস্বামীর ক্রিকেট অ্যাডভাইসরি কমিটিকেই দায়িত্ব দেওয়া হবে নতুন নির্বাচক কমিটি বেছে নেওয়ার। এখনকার নির্বাচক কমিটিতে চেয়ারম্যান হিসেবে রয়েছেন এম এস কে প্রসাদ। বাকি চার সদস্য শরণদীপ সিং, দেবাং গান্ধী, যতীন পরাঞ্জপে ও গগন খোদা।