কলকাতা প্রিমিয়ার লিগ নিয়ে জটিলতা যেন কিছুতেই কাটছে না। গত কয়েকবছরে লিগ কলকাতার ছেড়ে জেলায় পাড়ি দিয়েছে। তাতে সমস্যা বেড়েছে অনেকটাই। জেলার স্টেডিয়ামগুলোতে সঠিক পরিকাঠামোর অভাব রয়েছে কারণ সেখানে সারা বছর গুরুত্বপূর্ণ কোনও খেলা হয় না। তাঁর মধ্যেও ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান Derby করা হতো সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনেই। এই মরসুমের সেটাও সম্ভব হচ্ছে না। আর সেটাই বড় সমস্যার কারণ হয়ে দেখা দিয়েছে।
দিন কয়েক আগে আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়ে দিয়েছিলেন ডার্বি হবে কল্যাণী স্টেডিয়ামে। কিন্তু ঠিক একদিন আগে বিষয়টিতে বাধ সাধে নদীয়া জেলা পুলিশ। ডার্বি যেমনই হোক তার নিরাপত্তা একটা বিপুল আয়োজন, যা এত দ্রুত কারও পক্ষে আয়োজন করা প্রায় অসম্ভব। তাঁর উপর নদীয়া জেলা পুলিশের ডার্বি আয়োজনের অভিজ্ঞতা নেই। তাই তারা ঝুঁকি নিতে নারাজ। তবে ডার্বি বাতিল হচ্ছে না। দিন পিছিয়ে কল্যাণী স্টেডিয়ামেই হবে ম্যাচ।
আইএফএ-এর তরফে এক বার্তায় বলা হয়েছে, “বৃহস্পতিবার নদীয়া জেলা পুলিশ কর্তৃপক্ষ ও আইএফএ পদাধাকারীদের বৈঠকের পর দুই তরফের সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসির ডার্বি ম্যাচ আগামী ১৯ জুলাইয়ের পরিবর্তে আগামী ২৬ জুলাই ২০২৫ কল্যাণী স্টেডিয়ামেই হবে। এত অল্প সময়ে দর্শকদের টিকিট সংগ্রহে অসুবিধার কথা মাথায় রেখেই তাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google