জাস্ট দুনিয়া ডেস্ক: মায়াঙ্ক আগরওয়াল ব্যাটে ঝড় তুললেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন। প্রথম দিন তাঁর ব্যাটিং দেখে মনে হচ্ছিল রোহিত শর্মাকে যোগ্য সঙ্গত দিয়ে চলেছেন। যে কারণে রোহিত শর্মা প্রথম দিনই সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেও মায়াঙ্ক আগরওয়াল থেমেছিল ৮৪ রানে। দ্বিতীয় দিন বিশাখাপত্তনমে রোহিত ১১৫ ও মায়াঙ্ক ৮৪ রান নিয়ে দ্বিতীয় দিন নেমেছিলেন ব্যাট করতে। ভারতের রান থেমেছিল ২০২-এ। সেখান থেকে রোহিত যখন আউট হলেন ১৭৬ রান করে তখন ভারতের ৩০০ রানের গণ্ডি পেড়িয়ে গিয়েছে।
ততক্ষণে সেঞ্চুরি করে ফেলেছেন মায়াঙ্ক। কিন্তু শুরুতেই এভাবে ঠান্ডা মাথায় যে তিনি ভারতের জার্সিতে তাঁর প্রথম সেঞ্চুরিকে ডবল সেঞ্চুরির রূপ দেবেন তা কে জানত। কিন্তু তাঁর ব্যাটের দাপট চলল। যখন থামলেন তখন তাআঁর নামের পাশে ২১৫ রান লেখা হয়ে গিয়েছে।
দেখুন মায়াঙ্কের ডবল সেঞ্চুরির পর উচ্ছ্বাস
Take a bow, Mayank Agarwal 🙌🙌@Paytm #INDvSA pic.twitter.com/ESHjPbXP1A
— BCCI (@BCCI) October 3, 2019
ভারত প্রথম ইনিংস ঘোষণাআ করে দেয় ৫০২-৭-এ। রানের পাহাড়ের সামনে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে রীতিমতো চাপে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের শেষ দক্ষিণ আফ্রিকার রান ৩৯-৩।
দেখুন কী বলছেন ডবল সেঞ্চুরিয়ন মায়াঙ্ক আগরওয়াল
WATCH: Rahane in conversation with double centurion Agarwal
Of overcoming the nervous nineties, getting to a double hundred & hoping for many more big scores, @mayankcricket says it all in a tete-a-tete with @ajinkyarahane88 – by @RajalArora
📹📹https://t.co/M5cvMjj9v9 #INDvSA pic.twitter.com/GsRtesto1h
— BCCI (@BCCI) October 3, 2019
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)