মিশেল প্লাতিনি অন্যায়ভাবে কাতারকে বিশ্বকাপ পাইয়ে দিয়ে গ্রেফতার

মিশেল প্লাতিনি

জাস্ট দুনিয়া ডেস্ক: মিশেল প্লাতিনি গ্রেফতার হলেন। কাতার ২০২২ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকেই বিতর্ক দেখা দিয়েছিল। মিশেল প্লাতিনির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল অর্থের বিনিময়ে ভোট কিনে কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাইয়ে দিয়েছিলেন। এই অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই তদন্ত চলছিল। তদন্তের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছে উয়েফার প্রাক্তন প্রেসিডেন্ট তথা ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার মিশেল প্লাতিনিকে। ফরাসি পুলিশের দুর্নীতিদমন শাখা তাঁকে নিজেদের হেফাজতে রেখেছে।

২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ বেছে নেওয়ার জন্য ২০১০–এ ফিফা কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকের বেশ কিছুদিন আগে ফিফা সভাপতি শেপ ব্লাটারের সঙ্গে প্লাতিনির ‘‌ভদ্রলোকের চুক্তি’‌ হয়েছিল যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ২০২২ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায়। এমনকী মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তাদেরও প্লাতিনি কথা দিয়েছিলেন মার্কিনিদের পক্ষে ভোট দেবেন।

২০১০–এর নভেম্বরে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির বাড়িতে কাতারের রাজপুত্র তামিন বিন হামাদ আল–থানি, সারকোজির সঙ্গে বৈঠক করেন প্লাতিনি। এই বৈঠকের পরই মত বদল করেন তিনি। ২০১০–এর ডিসেম্বরে ২০২২ বিশ্বকাপ আয়োজক দেশ বেছে নেওয়ার জন্য যে বিড হয়েছিল, তাতে কাতারের সপক্ষে ভোট দেন প্লাতিনি। উয়েফার অধীনে থাকা অন্যান্য দেশকেও ভোট দিতে উদ্বু্দ্ধ করেছিলেন।

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)

সারকোজির বাড়িতে বৈঠকের পর তিনি যে মত বদলেছিলেন সে কথা আগেই অস্বীকার করেছিলেন প্লাতিনি। তিনি ২০১৫–তে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‌সারকোজি আমাকে কাতারের পক্ষে ভোট দেওয়ার কথা বলেননি। কিন্তু আমি জানতাম কোনটা ভাল হবে।’‌ ফিফা সভাপতি শেপ ব্লাটারকে প্লাতিনি নাকি বলেছিলেন ফরাসি দেশপ্রধানের স্বার্থে তাঁকে সিদ্ধান্ত বদলাতে হচ্ছে। তখনই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে আর্থিক ও অন্যান্য সুযোগ–সুবিধের বিনিময়ে তিনি কাতারের সপক্ষে ভোট দিয়েছেন।

প্লাতিনির ছেলে লোরেন্ত কাতারের এক ক্রীড়া পোশাক প্রস্তুতকারী সংস্থার উচ্চপদে যোগ দেওয়ার পর দুর্নীতির বিষয়টা আরও জোরালো হয়ে ওঠে। শুধু তাই নয়, কাতার ওই সময় ফ্রান্সের কাছ থেকে ৫০টি এ–৩২০ ফ্যামিলি প্লেন কিনেছিল। কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট সংস্থা প্যারিস সাঁ জাঁ–তে বড় অঙ্কের অর্থ লগ্নি করেছিল। এসবই দুর্নীতিকে আরও জোরালো করে তুলেছিল। ২০১৫–তে আর্থিক দুর্নীতির দায়ে প্লাতিনিকে ৪ বছরের জন্য নির্বাসিত করে ফিফা।

প্লাতিনির পর প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির ক্রীড়া–বিষয়ক পরামর্শদাতা সোফিয়ে ডিওনের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। যদিও তাঁকে এখনও গ্রেপ্তার করা হয়নি। সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছিল সারকোজির প্রাক্তন সেক্রেটারি জেনারেল ক্লাউডে গুয়েয়ান্টকে। তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছে ফরাসি পুলিশের দুর্নীতিদমন শাখা।

কাতার ২০২২ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ায় অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। প্রথমত যে সময় বিশ্বকাপ হবে, সেই সময় কাতারে প্রচণ্ড গরম। পরিকাঠামোও ততটা উন্নত নয়, রাস্তাঘাট থেকে শুরু করে পরিবহণ ব্যবস্থা, স্টেডিয়াম, হোটেল, সবকিছুই। এমনকী কাতারের জাতীয় দলের পারফরমেন্সও ভাল নয়। তা সত্ত্বেও প্রথম আরবীয় দেশ হিসেবে কাতার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ায় অনেকের মনে প্রশ্ন জেগেছিল।  ‌‌‌