এসিএল-২ খেলতে ইরান যাচ্ছে না Mohun Bagan, বল এখন ক্যাসের কোর্টে

Mohun Bagan

গতবারের অভিজ্ঞতা বলছিল, এমনটাই হতে চলেছে। যেমন ভাবা তেমনই কাজ। শেষ পর্যন্ত ইরানে খেলতে যাচ্ছে না মোহনবাগান। এসিএল-২ খেলতে শনিবারই ইরান উড়ে যাওয়ার কথা ছিল Mohun Bagan সুপার জায়ান্টের। তবে তার আগে থেকেই ইরান যাওয়া নিয়ে হালকা উত্তেজনা কাজ করছিল। তবুও অফিশিয়াল একটা ঘোষণা দরকার ছিল যা এদিন চলে এল। মোহনবাগানের তরফে জানিয়ে দেওয়া হল, প্লেয়ারদের নিরাপত্তার কথা ভেবেই শেষ পর্যন্ত ইরানে যাচ্ছে না মোহনবাগান। গত বছরও ইরানের ক্লাব ট্রাক্টর এফসির বিরুদ্ধে এই নিরাপত্তা জনিত কারণেই খেলতে যায়নি মোহনবাগান। যদিও তখন সেখানে যুদ্ধের পরিস্থিতি ছিল। পরবর্তীতে সেখান থেকে অন্যান্য ম্যাচও সরিয়ে নেওয়া হয়েছিল। তবে মোহনবাগান আর এএফসি খেলতে পারেনি। তবে এবার পরিস্থিতি শান্ত। সেখানে না যাওয়ার মতো কোনও কারণ নেই। তাও মোহনবাগান ইরানে খেলতে যাচ্ছে না। আপাতত বল আন্তর্জাতিক ক্রীড়া আদালতে।

৩০ সেপ্টেম্বর ম্যাচ। আদালত তার আগে মোহনবাগানের পক্ষে রায় না দিলে বিপদে পড়তে হতে পারে মোহনবাগান তথা ভারতীয় ফুটবলকে। আইএসএল চ্যাম্পিয়নরা সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলার সুযোগ পায়। তবে পর পর সেই সুযোগ হাতছাড়া করা বা সেখান থেকে নাম তুলে নেওয়ার মোহনবাগানের সিদ্ধান্ত তাদের পরবর্তীতে সরাসরি এসিএল ২ খেলার ছাড়পত্র নাও দেওয়া হতে পারে। তাতে ক্ষতি হবে ভারতীয় ফুটবলেরই। এবার ইরানে মোহনবাগানের প্রতিপক্ষ ছিল সেপাহান এফসি। এসিএল-২-এর প্রথম ম্যাচ ঘরের মাঠে হেরে যায় মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে ইরানের দলের বিরুদ্ধেও ম্যাচ সহজ হবে না তা জানাই ছিল। সঙ্গে ইরান যাওয়ার বিষয়ে বেঁকে বসেন মোহনবাগানের বিদেশি ফুটবলাররা।


এদিকে অস্ট্রেলিয়া, ইউরোপের দেশগুলোর ক্ষেত্রে ইরানে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে। সেক্ষেত্রে মোহনবাগানে এই দেশের প্লেয়ারই বেশি। তাদের পাসপোর্টে ইরানের স্ট্যাম্প পড়লে সমস্যা হবে দেশে ফিরতে। এই অবস্থায় ইরান কামিন্সদের ভিসা দিলেও তাঁরা সেখানে যেতে চায়নি। কারণ তাদের দেশে ফিরতে হবে একদিন না একদিন। তাদের যাওয়া বাতিল হতেই বাকি বিদেশিরাও ইরান যেতে চায়নি। শুধু ভারতীয়দের নিয়ে সেপাহানের বিরুদ্ধে খেলা কোনওভাবেই সম্ভব নয়। যে কারণে মোহনবাগান এদিন জানিয়ে দেয়, প্লেয়ার ও তাদের পরিবারদের আপত্তি ও নিরাপত্তাই ক্লাবের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, সেকারণে তাঁরা বিষয়টি কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস (ক্যাস)-এর কাছে পাঠানো হয়েছে। এবার অপেক্ষা তার ফলের।

Mohun Bagan

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle