যুদ্ধের আবহে নীরজ চোপড়ার (Neeraj Chopra) নিজের আন্তর্জাতিক ইভেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি। ১৬ মে দোহার মর্যাদাপূর্ণ ডায়মন্ড লিগের দোহা পর্বে ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া অংশ নেবেন। তাঁর সঙ্গে এই ইভেন্টে থাকবেন আরও তিনজন স্বদেশী। ভারত ডিএল ইভেন্টে এবার সর্বোচ্চ প্রতিনিধিত্ব করতে চলেছে।
চোপড়া, যিনি ২০২৩ সালে এখানে শিরোপা জিতেছিলেন (৮৮.৬৭ মিটার) এবং ২০২৪ সালে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন (৮৮.৩৬ মিটার), তাঁর সঙ্গে এবার পুরুষদের জ্যাভলিন থ্রোতে যোগ দেবেন কিশোর জেনা। জেনা ২০২৪ সালেও অংশ নিয়েছিলেন এবং ৭৬.৩১ মিটার থ্রো করে নবম স্থান অর্জন করেছিলেন।
এছাড়া পুরুষদের জ্যাভলিন থ্রোতে তারকা খচিত মাঠে থাকবেন দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন এবং প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জ বিজয়ী গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স, ২০২৪ সালের বিজয়ী চেক প্রজাতন্ত্রের জ্যাকব ভাদলেচ, জার্মানির জুলিয়ান ওয়েবার এবং ম্যাক্স ডেহনিং, কেনিয়ার জুলিয়াস ইয়েগো এবং জাপানের রডারিক গেঙ্কি ডিনের মতো তারকারা।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্য দুই ভারতীয় হলেন জাতীয় রেকর্ডধারী গুলবীর সিং, যিনি পুরুষদের ৫০০০ মিটার দৌঁড়ে ডায়মন্ড লিগে অভিষেক করছেন এবং পারুল চৌধুরী মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজে যোগ দিচ্ছেন। চৌধুরী মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজে জাতীয় রেকর্ডধারী।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google