জাস্ট দুনিয়া ডেস্ক: ফুটবল বিশ্বে নেদারল্যান্ডস বড় নাম। কিন্তু ক্রিকেট বিশ্বে সবে পা রাখতে শুরু করেছে। আর শুরুতেই টি২০ বিশ্বকাপের মূল পর্বে ঢুকে পড়ল নেদারল্যান্ডস ক্রিকেট দল (Netherlands Cricket)। সংযুক্ত আরব আমিরশাহীর কাছে নামিবিয়ার হারের সঙ্গেই উৎসবে মাতল গোটা দল। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে মূল পর্বে পৌঁছে গেল নেদারল্যান্ডস। শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের কারণে থমকে গিয়েছিল মূল পর্বে যাওয়া। নির্ভর করতে হয়েছিল নামিবিয়া ম্যাচের উপর। তাঁদের উচ্ছ্বাসের যে ভিডিওটি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করছে ক্রিকেটাররা। নামিবিয়া হারতেই শুরু উৎসব।
নামিবিয়া আর নেদারল্যান্ডসের পয়েন্ট এক থাকলেও রান রেটের কারণে ছিটকে যেতে হল নামিবিয়াকে। আর সেটাই এগিয়ে দিল নেদারল্যান্ডসকে। টি২০ বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডকে খেলতে হবে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে। শ্রীলঙ্কা রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার গ্রুপে।
দেখে নিন নেদারল্যান্ডসের উৎসবের ভিডিও—
Celebration by the Dutch cricket team, having just qualified for the follow-up by the narrow defeat of Namibia by UAE. Yet another nail biting experience. #ICCT20WC2022 #ICCT20WC @T20Worldcup #Australia #CricketNL @KNCBcricket pic.twitter.com/pVNjMVYgUG
— VRA Cricket Amsterdam (@VRA_Cricket_AMS) October 20, 2022
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google