Nikhat Zareen-এর সোনা বিশ্ব বক্সিংয়ে চ্যাম্পিয়নশিপে

Nikhat Zareen

জাস্ট দুনিয়া ডেস্ক: বিশ্বের দরবারে ভারতকে গর্বিত করলেন Nikhat Zareen । মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ৫২ কেজি বিভাগে সোনা জিতলেন তিনি। তিনিই পঞ্চম ভারতীয় যিনি এই সাফল্য তুলে আনলেন। এর আগে এই সাফল্য পেয়েছেন মেরি কম, সরিতা দেবি, জেনি আর এল ও লেখা কেসি। পেশাগতভাবে নিখাত ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসার। থাকেন তেলেঙ্গানায়। কিন্তু বক্সিংয়ের প্রতি ভালবাসাটা ছিলই। আর তাঁরই ফল পেলেন হাতে নাতে। অদম্য ইচ্ছে শক্তি আর চেষ্টার ফল এই সোনা।

এই প্রথম বিশ্ব বক্সিংয়ে চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন তিনি। আর শুরুতেই দেশকে সোনা এনে দিয়ে নিজের নাম মেরি কমদের তালিকায় তুলে ফেললেন। এদিন ফাইনালে তিনি হারালেন থাইল্যান্ডের জিটপং জুটামাসকে। প্রতিপক্ষকে লড়াইয়ের সুযোগই দেননি নিখাত। ৫-০-তে ম্যাচ জিতে সহজেই সোনা নিজের পকেটে পোড়েন তিনি।

বিশ্ব বক্সিংয়ে শেষ সোনা এনেছিলেন মেরি কম। সেটা ২০১৮ সাল। তার পর আবার ভারতকে সোনা এনে দিলেন নিখাত জারিন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক)