জাস্ট দুনিয়া ডেস্ক: পল পোগবা করোনা আক্রান্ত। খেলতে পারবেন না বেশ কিছু ম্যাচে। ২০১৮ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য পল পোগবা কোভিড১৯ পজিটিভ হওয়ায় নেশন্স লিগ ম্যাচে সুইডেন ওও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আপাতত খেলতে পারছেন না। কোচ দিদিয়ের দেশঁ জানিয়েছেন, কোভিড-১৯ পজিটিভ হওয়ায় এই দুই ম্যাচের জন্য তাঁর জায়গায় এডুয়ার্দো কামাভিঙ্গাকে ডাকা হয়েছে।
দেশঁ জানিয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে গতকাল (বুধবার) ওর পরীক্ষা হয় যার ফল পজিটিভ আসে বৃহস্পতিবার সকালে।’’
ফ্রান্স তাদের নেশন্স লিগের প্রথম ম্যাচ খেলবে ৫ সেপ্টেম্বর। তার জন্য সুইডেন উড়ে যাবে দল। তার তিন দিন পর ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে।
ফ্রান্স শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ১৭ নভেম্বর আলবেনিয়ার বিরুদ্ধে। যেখানে তারা ২-০তে ম্যাচ জিতে নিয়েছিল।
এই দুই ম্যাচের জন্য পল পোগবাকে ছাড়াই যে দল ঘোষণা করেছে দিদিয়ের দেশঁ——
গোলকিপার: হুগো লরিস, মাইক মেগনান, স্টিভ মানদাআনদা।
ডিফেন্ডার: লুকাস দিগনে, লিও ডুবস, লুকাস হার্নান্ডেজ, প্রেসনেল কিমপেম্বে, ক্লেমেন্ট লেংলেট, ফার্ল্যান্ড মেন্ডি, ডেয়ট উপামেকানো, রাফাল ভারানে।
মিডফিল্ডার: এডুয়ার্দো কামাভিঙ্গা, এনগোলে কাঁতে, স্টিভেন এনজোনজি, অ্যাদ্রিয়েন র্যাবিয়ট, মুসা সিসোকো।
ফরোয়ার্ড: হাউসেম আওয়ার, উইসাম বেন ইয়েএর, অলিভিয়ের জিরৌদ, অ্যান্তোনি গ্রিজম্যান, জোনাথান ইকনে, অ্যান্থনি মার্শাল, কেলিয়ান এমবাপে।
(খেলার জগতের আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)