পিকে বন্দ্যোপাধ্যায় ভেন্টিলেশনে, অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল

পিকে বন্দ্যোপাধ্যায়পিকে বন্দ্যোপাধ্যায়

জাস্ট দুনিয়া ডেস্ক: পিকে বন্দ্যোপাধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় ভেন্টিলেশনে রয়েছেন। গত একমাস ধরে বুকের সংক্রমণে ভুগছেন। কিছু দিন আগেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কিন্তু তার পর সুস্থ হয়ে বাড়িতেও ফেরেন তিনি। কিন্তু আবার তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সোমবার হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়লে ডাক্তাররা তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন।

তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।পরিবারের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, তাঁকে আজ সন্ধ্যায় ভেন্টিলেশনে দেওয়া হয় এবং চিকিৎসকরা তাঁকে অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন। এই মুহূর্তে তাঁর অবস্থা ভাল নেই।

এই সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন

৮৩ বছর বয়সী এই প্রাক্তন ফুটবল অধিনায়ক ফেব্রুয়ারির শুরুতেও মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখনই তাঁর বুকে গুরুতর সংক্রমণ ধরা পড়ে। তখন থেকেই কখনও ভাল তো কখনও মন্দ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি।

১৯৬২ এশিয়ান গেমসের স্বর্ণপদক জয়ী ফুটবলারের চিকিৎসায় তৈরি হয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের একটি প্যানেল। যার মধ্যে রয়েছেন পালমোনোলজিস্ট ডাঃ নন্দিনী বিশ্বাস, ইন্টারনাল মেডিসিন এবং ইনটেনসিভ চিকিত্সক ডঃ তন্ময় বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া তাঁক পরিস্থিতির দিকে নজর রেখেছেন ডঃ এল এন ত্রিপাঠি এবং ডা সুনন্দন বসুর তত্ত্বাবধানে নিউরোসিয়েন্সের একটি দলও।

প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায় (পিকে বন্দ্যোপাধ্যায়) ১৯৬০ সালের রোম অলিম্পিকে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে তিনি শক্তিশালী ফরাসি দলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সমতায় ফিরিয়েছিলেন ভারতকে।

ভারতীয় ফুটবলে তাঁর অবদানকে ফিফার যথাযথ স্বীকৃতি দিয়েছিল ২০০৪-এ তাঁকে সেনটেনিয়াল অর্ডার অফ মেরিট দিয়ে।

তার আগে ১৯৫৬তে মেলবোর্ন অলিম্পিকে ভারতের হয়ে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-২ ব্যবধানে জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।

প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায় (পিকে বন্দ্যোপাধ্যায়) ১৯৬০ সালের রোম অলিম্পিকে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে তিনি শক্তিশালী ফরাসি দলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সমতায় ফিরিয়েছিলেন ভারতকে।

ভারতীয় ফুটবলে তাঁর অবদানকে ফিফার যথাযথ স্বীকৃতি দিয়েছিল ২০০৪-এ তাঁকে সেনটেনিয়াল অর্ডার অফ মেরিট দিয়ে।

প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায় (পিকে বন্দ্যোপাধ্যায়) ১৯৬০ সালের রোম অলিম্পিকে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে তিনি শক্তিশালী ফরাসি দলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সমতায় ফিরিয়েছিলেন ভারতকে।

মঙ্গলবার তাঁর চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস যাবেন হাসপাতালে। প্রাক্তন এই ফুটবলারদের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তারদের সঙ্গেও কথা বলবেন তিনি।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)