জাস্ট দুনিয়া ডেস্ক: না মোটেও ভাল ফর্মে নেই প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আগেও তাঁকে বিশ্রামের উপদেশ দিয়েছিলেন তিনি (Ravi Shastri Advice)। এবার আইপিএল থেকেই নাম তুলে নেওয়ার বার্তা দিলেন তিনি। ছাত্র শুনবেন কিনা তা সময়ই বলবে কিন্তু শাস্ত্রীয় সঙ্গিত চলছেই বিভিন্ন বিষয় নিয়ে। চলতি আইপিএল-এ একদমই ভাল ফর্মে নেই বিরাট কোহলি। ৯ ম্যাচে মাত্র ১২৮ রানই করতে পেরেছেন তিনি। লখনউ ও হায়দরাবাদের বিরুদ্ধ তাঁর নামের পাশে লেখা হয়েছে গোল্ডেন ডাক। সব দেখে বিরাটের প্রাক্তন কোচের মনে হয়েছে, বিশ্রাম দরকার তাঁর।
রবি শাস্ত্রী একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার মনে হয় ওর জন্য ব্রেকটাই ঠিক হবে কারণ টানা ক্রিকেট খেলছে। সঙ্গে সব ফর্ম্যাটের ক্রিকেটে অধিনায়কত্ব করেছে। ওর জন্য ব্রেক নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত হবে। কখনও ভারসাম্য লাইনটা আঁকতে হয়। এই বছর ও ইতিমধ্যেই টুর্নমেন্ট খেলছে। আগামী কাল যদি চাপ আসে এবং তুমি যদি তোমার ক্রিকেট কেরিয়ার আরও ৬-৭ বছর টানতে চাও এবং নিজের নজির রেখে যেতে চাও তাহলে এটা প্রয়োজন।’’
তবে এবার শুধু বিরাটের জন্য নয় সব প্লেয়ারদের জন্যই তিনি এই বার্তা দিলেন। তাঁর মতে, যে কোনও প্লেয়ার যাঁরা ১৪-১৫ বছর খেলতে চায় এটা তাঁদের সবার জন্যই প্রযোজ্য। তিনি বলেন, ‘‘তুমি যদি দেশের জন্য খেলতে চাও আর ভাল করতে চাও তাহলে সঠিক সময়ে বিরতি দিতে হবে। আর সব থেকে ভাল সময় যখন ভারতীয় দল খেলে না আর সেটা হল আইপিএল-এর সময়। সে কারণে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের কাছে পুরো না খেলে অর্ধেক আইপিএল খেলতে চাওয়া যেতে পারে।’’
বিরাট কোহলি-রবি শাস্ত্রীর সুসম্পর্কে কথা সকলেরই জানা। বিরাটের দাবিতেই অনিল কুম্বলেকে সরিয়ে শাস্ত্রীকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়ে আসতে বাধ্য হয়েছিল তৎকালীন কমিটি। যে কমিটিতে ছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এবারও জাতীয় দলের কোচের জন্য কুম্বলেকে চেয়েছিলেন সৌরভ কিন্তু তিনি রাজি হননি। সেই শাস্ত্রী বাইরে বসে বিরাটকে যে উপদেশ দিয়ে চলেছে তার উত্তর এখনও দেননি কোহলি। শাস্ত্রী বলেন, ‘‘বিরাটের এখনও বয়স কম। ওর কাছে আরও ৫-৬ বছর রয়েছে। তবে ওকে লাইনটা টানতে হবে।’’
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)