জাস্ট দুনিয়া ডেস্ক: ভারত বনাম অস্ট্রেলিয়া , হাড্ডাহাড্ডি লড়াই শুরু হতে আর একদিন বাকি। ভারতীয় দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। দু২দিন অনুশীলনও করে ফেলেছে। মাঝে আর মাত্র একটা দিন। তার পরই শুরু হয়ে যাবে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের দীর্ঘ সিরিজ। ২১ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি২০ সিরিজ। ভারতের শেষ অস্ট্রেলিয়া সফরে ২০১৪-১৫ সালে ৩-০তে টি২০ সিরিজ জিতেছিল ভারত। সেই ধারাই ধরে রাখার লক্ষ্য নিয়ে বুধবার ব্রিসবেনের গাব্বা খেলতে নামবে ভারত। তার আগে ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিলেন, অস্ট্রেলিয়ার মাটিতে তাঁরা তাঁদের ছাপা রেখে যেতে চান।
ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের নির্বাসেনর জন্য না থাকা। বল-বিকৃতি কাণ্ডে নাস্তানাবুদ অবস্থা ক্রিকেট অস্ট্রেলিয়ারও। প্রায় সব উচ্চপদস্থ কর্তারা সরে দাঁড়িয়েছেন যাঁর যাঁর দায়িত্ব থেকে। ভারতের সামনে সব থেকে দূর্বল দল নিয়েই নামছে অস্ট্রেলিয়া।
রোহিত শর্মা বলেন, ‘‘শেষ আমরা এখানে টেস্ট সিরিজ খেলেছিলাম। দুটোই হেরেছিলাম এবং একটি ড্র হয়েছিল। কিন্তু আমার মনে হয় ব্রিসবেনের ম্যাচ খুব লড়াই হয়েছিল। এ বার দল খুব ভাল অবস্থায় রয়েছে। লক্ষ্য জয় তুলে নেওয়া।’’
রোহিত আরও বলেন, ‘‘ভারত সব সময়ই পার্থ অথবা ব্রিসবেনে খেলেছে। এ বার দ্বিতীয় টেস্ট ভারত খেলবে পার্থে। এই দুই মাঠের অবস্থা খুবই চ্যালেঞ্জিং। আর অস্ট্রেলিয়ার বোলাররা লম্বা। যাঁরা ওই পরিস্থিতিকে দারুণভাবে কাজে লাগাতে পারে। এটাই ওদের এগিয়ে রাখবে।’’
টেস্ট সিরিজ ২-০ হওয়ার পর টি২০ সিরিজও ৩-০তে জিতে নিল ভারত
ভারতের ব্যাটিং নিয়ে রোহিত বলেন, ‘‘ভারতের ব্যাটসম্যানরা অতটা লম্বা নয়।তাই আমাদের জন্য সহজ হবে না। কিন্তু ছেলেরা সেই ধারণাকে বদলাতে বদ্ধপরিকর। আমরা চ্যালেঞ্জের জন্য তৈরি। আমাদের দলের বেশিরভাগ ব্যাটসম্যানই অতীতে অস্ট্রেলিয়া সফর করেছে। তাই ওরা পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। তবে এটা ঠিক যে কোনও ফর্ম্যাটে ওদের বোলিং আক্রমণ আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলবে। কিন্তু ব্যাটহাতে আমরা তৈরি।’’
তিন ম্যাচের টি২০ সিরিজ শেষে ভারত খেলবে চার ম্যাচের টেস্ট সিরিজ। তার পর তিন ম্যাচের ওডিআই সিরিজ। ভারত এর আগে কখনও অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতেনি। ১১ ম্যাচের মধ্যে তিনটি ড্র ও আটটি হার রয়েছে ভারতের ঝুলিতে।
তবে ২০১৯ বিশ্বকাপের আগে নিজেদের মেপে নেওয়ার এই সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রোহিত শর্মা বলেন, ‘‘যখন আমরা অস্ট্রেলিয়ায় ভাল খেলব তখন মানসিকভাবেও ভাল থাকব। তার পর বিশ্বকাপ নিয়ে ভাবতে সুবিধে হবে। আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।’’
তবে যতই দূর্বল দল হোক না কেন অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া সব সময়ই কঠিন প্রতিপক্ষ। সে কারণেই আমাদের পুরো দল হিসেবে খেলতে হবে। রোহিত বলেন, ‘‘কোনও একজেন থেকে আমরা ভাল খেলা চাই না।চাই সবাই মিলে ভাল খেলুক। একটা ইউনিট হিসেবে খেলাটাই আমাদের লক্ষ্য। আমাদের দলে বেশকিছু কোয়ালিটি বোলার রয়েছে। বিশেষ করে স্পিনার। আমাদের স্পিনাররা ওদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে। ওদের ব্যাটিং এখনও শক্তিশালী।’’
সব মিলেই এ বার অস্ট্রেলিয়ার মাটিতে ভাগ্য বদলের লক্ষ্যেই নামবে ভারত। তেমনই ইঙ্গিত দিয়ে রাখল ভারতীয় দলের সহ-অধিনায়ক।