জাস্ট দুনিয়া ডেস্ক: ইংল্যান্ড বনাম ভারত ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলা চলছিল লন্ডনের ওভালে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল ভারত। সেই ইনিংসেরই পঞ্চম ওভারে ডেভিড উইলির বলে তুলে ছক্কা হাঁকান ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Six Hits Kid)। যা সোজা গিয়ে পড়ে গ্যালারিতে। ব্রডকাস্ট ক্যামেরা বল কোথায় পড়ল দেখতে গিয়ে গ্যালারির দিকে ঘোরাতেই আতঙ্কের আবহ সৃষ্টি হয়। সেখানে দেখা যায় এক ব্যক্তি এক শিশুকে জড়িয়ে ধরে রেখেছে। ধারাভাষ্যকাররাই তখন জানান, রোহিত শর্মার মারা ছক্কার বল ওই শিশুটির উপর গিয়ে পড়ে। যদিও পড়ে ইংল্যান্ড ফিজিও ছুটে যান সেখানে এবং বাচ্চাটির শুশ্রষা করেন। দেখুন ভিডিও—
— Guess Karo (@KuchNahiUkhada) July 12, 2022
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google