জাস্ট দুনিয়া ডেস্ক: ভারতীয় হকিতে জোড়া অবসর ঘোষণা হল বৃহস্পতিবার। ড্র্যাগ-ফ্লিকার রুপিন্দর পাল সিং ও ডিফেন্ডার বীরেন্দ্র লাকরা একই দিনে খুলে রাখলেন জাতীয় দলের জার্সি। সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিকে ভারতের ব্রোঞ্জ জয়ী দলের সদস্য ছিলেন দু’জনেই।
তাঁদের প্রায় যৌথ অবসরে স্তম্ভিত ভারতীয় হকি। এ দিন মাত্র এক ঘণ্টার ব্যবধানে দু’জনে তাঁদের অবসরের কথা ঘোষণা করেন। তার আগাম কোনও বার্তা ছিল না কারও কাছে। তবে দু’জনের অবসরের কারণ হিসেবে মে তত্ত্ব উঠে আসছে তা হল জাতীয় শিবিরে ডাক না পাওয়া।
এ দিন তাঁরা জানতে পারেন, ভারতীয় হকির আসন্ন শিবিরে জায়গা হয়নি তাঁর। আগামী সপ্তাহেই বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে জাতীয় শিবির। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অবসরের কথা জানান রুপিন্দর। তিনি তাঁর দীর্ঘ পোস্টে লেখেন, ‘‘কোনও সন্দেহ নেই গত কয়েকমাস আমার জীবনের সেরা সময় ছিল। টোকিওর পোডিয়ামে সতীর্থদের সঙ্গে তাঁদের সঙ্গে ভাগ করে নিয়েছি সেরা মুহূর্ত যা সারাজীবন উপভোগ করব।’’
Hi everyone, wanted to share an important announcement with you all. pic.twitter.com/CwLFQ0ZVvj
— Rupinder Pal Singh (@rupinderbob3) September 30, 2021
‘‘কোনও সন্দেহ নেই গত কয়েকমাস আমার জীবনের সেরা সময় ছিল। টোকিওর পোডিয়ামে সতীর্থদের সঙ্গে তাঁদের সঙ্গে ভাগ করে নিয়েছি সেরা মুহূর্ত যা সারাজীবন উপভোগ করব। আমার মনে হয় নতুন প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দেওয়ার সময় এসেছে। গত ১৩ বছর ধরে ভারতের প্রতিনিধিত্ব যেভাবে আমি উপভোগ করেছি নতুন প্রতিভারাও করুক।’’
ভারতীয় হকির অন্যতম সেরা ড্র্যাগ-ফ্লিকার ৩০ বছরের রুপিন্দর দেশের হয়ে ২২৩টি ম্যাচ খেলেছেন। অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের ম্যাচে পেনাল্টি স্ট্রোক থেকে গোলও করেছিলেন একটি। পুরো টোকিও অলিম্পিকে ৪ গোল করেন তিনি। তিনি লেখেন, ‘‘আমার মনে হয় নতুন প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দেওয়ার সময় এসেছে। গত ১৩ বছর ধরে ভারতের প্রতিনিধিত্ব যেভাবে আমি উপভোগ করেছি নতুন প্রতিভারাও করুক।’’
2️⃣0️⃣1️⃣ Caps
🥉 Olympic Bronze MedallistA solid defender and one of the most influential Indian Men's Hockey Team figures, the Odisha star has announced his retirement from the Indian national team.
Happy Retirement, Birendra Lakra. 🙌#IndiaKaGame pic.twitter.com/p8m8KkWDb4
— Hockey India (@TheHockeyIndia) September 30, 2021
ভারতীয় হকিতে জোড়া অবসর, রুপিন্দরের এই পোস্টের এক ঘণ্টা পরই হকি ইন্ডিয়ার তরফে বীরেন্দ্র লাকরার অবসরের কথা টুইট করে জানানো হয়। টুইটের লেখা হয়, ‘‘এক জন শক্তিশালী ডিফেন্ডার, ভারতীয় হকি দলের একজন জনপ্রিয় চরিত্র, ওড়িশার তারকা ভারতীয় হকি থেকে অবসর নিলেন। শুভ অবসর বীরেন্দ্র লাকরা।’’ ৩১ বছরের এই ডিফেন্ডার দেশের হয়ে ২০১টি ম্যাচ খেলেছেন। তিনি পরিচিত ছিলেন তাঁর ঠান্ডা মাথার জন্য।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)