জাস্ট দুনিয়া ডেস্ক: ১০০তম টেস্ট ম্যাচ খেলতে চলেছেন বিরাট কোহলি। ২০১১-তে টেস্ট অভিষেকের পর ১১ বছর খেলে ফেলেছেন ভারতের জার্সিতে ((Sachin On Virat))। অধিনায়ক হিসেবেও এসেছে সাফল্য। তবে এখন অধিনায়কত্ব থেকে দূরে শুধুই নিজের খেলাটাকে উপভোগ করছেন তিনি। সেই বিরাটের সঙ্গে কাটানো সময় ও তাঁকে নিয়ে স্মৃতি রোমন্থন করলেন স্বয়ং সচিন তেন্ডুলকর। তাঁর বক্তব্যে উঠে এল বিরাটের অজানা দিক। উঠে এল বিরাটের সঙ্গে অল্প সময়ের জন্য হলেও ড্রেসিংরুম শেয়ার করার অভিজ্ঞতা। শুনে নিন বিরাটকে নিয়ে আর কী বললেন সচিন তেন্ডুলকর—
The Master Blaster @sachin_rt congratulates @imVkohli on his milestone.
Listen in to that special anecdote from 2011.#VK100 pic.twitter.com/nDPsLDq3Fr
— BCCI (@BCCI) March 3, 2022
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)