CAFA Nations Cup-এ সন্দেশ ঝিংগানের চোট মোহনবাগানের অভিযোগকে আরও পোক্ত করল

CAFA Nations Cup

CAFA Nations Cup-এ ইরানের বিপক্ষে ০-৩ গোলে পরাজয়ের ম্যাচে চোয়ালের চোটের কারণে বুধবার ভারতে ফিরে আসছেন অধিনায়ক সন্দেশ ঝিংগান। খেলার প্রথমার্ধে ঝিংগান চোট পেয়েছিলেন কিন্তু মাঠেই থেকে যান এবং পুরো ৯০ মিনিট খেলেন, যা তাঁর চোট বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। “ডিফেন্ডার সন্দেশ ঝিংগান ভারতের #CAFANationsCup2025-এ ইরানের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন এবং টুর্নামেন্টের বাকি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। তিনি ভারতে ফিরে আসছেন,” ইন্ডিয়ান ফুটবল ‘এক্স’-এ পোস্ট করে জানিয়েছে।

ঝিংগানের চোট পর্যবেক্ষণে রাখা হয়েছে কারণ তিনি এফসি গোয়ার জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, যারা ১৭ সেপ্টেম্বর আল-জাওরা এসসি-র বিপক্ষে তাদের এএফসি ২ অভিযান শুরু করবে। আল-সিব ক্লাবের বিপক্ষে ২-১ গোলে জয়ে মানোলো মার্কেজের দলের জয়ে এই সেন্ট্রাল ডিফেন্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছিলেন, যা মহাদেশীয় টুর্নামেন্টে গোয়ার স্থান নিশ্চিত করেছে। এবার জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে তাঁর এই চোট না বড় সমস্যা সৃষ্টি করে।


ঝিংগানের চোট এক কথায় মোহনবাগানের যুক্তিকে আরও শক্তিশালী করার জন্য যথেষ্ট। কাফা নেশনস কাপে খেলার সুযোগ হঠাৎ করেই চলে এসেছিল ভারতীয় ফুটবল দলের সামনে। যদিও এই টুর্নামেন্ট ফিফা স্বীকৃত নয়, একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট। যেখানে প্লেয়ারদের পাঠিয়ে সমস্যায় পড়তে চায়নি মোহনবাগান। তারা ফেডারেশনকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, এই টুর্নামেন্টের জন্য কোনও প্লেয়ারকে ছাড়বে না ক্লাব। খালিদ জামিলের দলে প্রায় ৬ জন মোহনবাগানের ফুটবলার ছিলেন। কিন্তু সবুজ-মেরুন কর্তৃপক্ষ প্লেয়ার না ছাড়ায় পরিবর্ত ফুটবলার নিয়েই দল সাজান খালিদ।

মোহনবাগানের অভিযোগ ছিল, জাতীয় শিবির থেকে দলের ফুটবলাররা চোট নিয়ে ফেরেন। এবং তার পর তাদের চিকিৎসা থেকে বাকি সবটাই দেখতে হয় ক্লাবকে। দলের গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ ফুটবলারদের পায় না দল, কারণ জাতীয় দল থেকে চোট নিয়ে ফেরে প্লেয়াররা। এবার সে কারণে একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্টের জন্য সেই ঝুঁকি নিতে চায়নি। আর দ্বিতীয় ম্যাচেই সন্দেশ ঝিংগানের চোট সেই অভিযোগকেই আরও পোক্ত করল।

এর মধ্যেই প্রশ্ন উঠছে চোট পাওয়া অবস্থাতেই কেন সন্দেশকে পুরো ম্যাচ খেলিয়ে গেলেন খালিদ জামিল?

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle