জাস্ট দুনিয়া ডেস্ক: শিখর ধাওয়ান সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি রিল আপলোড করেছেন যাতে তাঁকে একজন পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে। “আলি রে আলি! আতা তুঝি বারি আলি! শীঘ্রই নতুন কিছু আসছে,” এই ক্রিকেট তারকা তাঁর পোস্টটির ক্যাপশনে এমনটাই লিখেছেন৷ সেই ছোট ক্লিপে দেখা যাচ্ছে ধাওয়ান পুলিশের পোশাকে টেবলের উপর বসে সামনের লোকদের কিছু বলছেন। হাতে রয়েছে পুলিশের লাঠিও। ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে চলছে ‘সিংহম’-এর গান। তার আগে দেখা যাচ্ছে একজনকে কলার ধরে টেনে আনছেন তিনি। তার পর বাকিদের সঙ্গে কিছুটা মারপিট এবং শেষে তারা ধাওয়ানের পা ধরছে। একদমই ফিল্মি কায়দা।
২০২২-এ বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলার পর থেকে শিখর ধাওয়ান আর ভারতীয় দলে ডাক পাননি। তাই হয়তো আগামীতে অন্য ভূমিকায় দেখা যেতে পারে। অতীতে অনেক ক্রিকেটারকেই বলিউডে ভাগ্য পরীক্ষায় নামতে দেখা গিয়েছে। তাতে যে খুব সাফল্য এসেছে তেমন নয়। তবে ধাওয়ানের বিষয়টা সব সময়ই আলাদা। তিনি মাঠের মধ্যেও বেশিরভাগ সময়ই ফিল্মি ভূমিকায় থাকতেন।
দেখুন ভিডিও
View this post on Instagram
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google