জাস্ট দুনিয়া ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ধরাশায়ী করে সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়ে ভারতীয় দল। এক কথায় বলা যেতেই পারে যুব ভারতীয় দল। কারণ কোনও সিনিয়র ছাড়াই এই দল তৈরি করেছিলেন নির্বাচকরা। সেখানে অধিনায়কত্বের দায়িত্ব উঠেছিল হার্দিক পাণ্ড্যের হাতে। তিনি যেমন দলের নেতা হয়ে সাফল্য পেয়েছেন তেমন শেষ ম্যাচে সাফল্য পেয়েছেন ব্যাটে-বলেও। কিন্তু এই সিরিজের আবিষ্কার অবশ্যই শুভমান গিল। ধারবাহিকতার তুঙ্গে রয়েছেন তিনি। যা পরিস্থিতি, তিনি ব্যাট হাতে নামলেই মনে হচ্ছে সেঞ্চুরি করেই মাঠ ছাড়বেন। আর এই সব তাঁর অনুশীলনের ফল। যেভাবে তাঁর বাবা রয়েছে তার এই সাফল্যের পিছনে তেমনই অধিনায়ক হার্দিককেও কৃতিত্ব দিতে ভুললেন না শুভমান।
এদিকে সেঞ্চুরি হাঁকিয়ে যে শরীরী অভিবাদন তিনি জানালেন, তা দেখে সকলের চোখ মাঠ থেকে পৌঁছে গিয়েছিল গ্যালারিতে। তখন সেখানে বসে সস্ত্রীক সচিন তেন্ডুলকর। সচিন কন্যা সারার সঙ্গে সম্পর্কে রয়েছেন শুভমান। একদিকে সামনে মাস্টার ব্লাস্টার অন্যদিকে শ্বশুর—তার মধ্যেই এমন ইনিংস সত্যিই প্রশংসার যোগ্য। সচিন ও অঞ্জলীকেও দেখা গেল হাততালিতে ফেটে পড়তে।
শুনুন হার্দিক-শুভমানের আড্ডা—
Of record-breaking knock & leading from the front to the importance of hard work 🔝 🙌
𝐃𝐎 𝐍𝐎𝐓 𝐌𝐈𝐒𝐒: Captain @hardikpandya7 & @ShubmanGill chat after #TeamIndia‘s record win in Ahmedabad 👌 👌 – By @ameyatilak
Full interview 🎥 🔽 #INDvNZhttps://t.co/9KMRvwMgsX pic.twitter.com/Povf3rLzXq
— BCCI (@BCCI) February 2, 2023
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google