মিতালী রাজ বাদ পড়ায় অবাক হননি, তাঁকে এই ক্লাবে স্বাগত জানিয়েছেন সৌরভ

মিতালী রাজ

জাস্ট দুনিয়া ডেস্ক: মিতালী রাজ  ও তাঁর বাদ পড়া দেখে নিজের অতীত মনে পড়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। আইসিসি টি২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনাল হেরে ছিটকে গিয়েছে ভারত। গুরুত্বপূর্ণ সেমিফাইনালে দলে রাখা হয়নি ভারতের সব থেকে সফল ক্রিকেটারকে। তা নিয়ে হারের পর থেকেই শুরু হয়ে যায় বিতর্ক।

অনেকে স্বজনপোষনের প্রশ্নও তোলেন। সামনে চলে এসেছে ভারতীয় মহিলা দলের অন্দরের রাজনীতি। সেই প্রশ্নের জবাবে হরমনপ্রীত তাঁর কোনও আফশোস নেই মিতালীকে বাদ দিয়ে জানানোর পর থেকেই সমালোচনার ঝড় ওঠে। আঙুল উঠতে শুরু করে ভারতের ক্যাপ্টেন দিকেই।

এ বার তা নিয়ে মন্তব্য করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি যে এই ঘটনায় একটুও অবাক হননি সেটাও জানান সৌরভ। বলেন, ‘‘বিশ্বের সেরাদের একদিন দরজা দেখিয়ে দেওয়া হয়।’’

এর সঙ্গে সৌরভ জুড়ে দেন, ‘‘না! আমি ভারতের অধিনায়কত্ব করার পর ডাগআউটে বসেছিলাম। যখন আমি মিতালী রাজকে বাদ পড়তে দেখলাম তখন আমি বললাম ‘এই গ্রুপে স্বাগত’।’’

টি২০ বিশ্বকাপ সেমিফাইনাল, আবারও হার, আবারও সেই ইংল্যান্ড

গ্রেগ চ্যাপেলের কোচিং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই ভয়ঙ্কর দিনের ইতিহাস সবারই জানা। যে সৌরভের সবুজ সঙ্কেতে ভারতীয় দলের কোচের দায়িত্ব পেয়েছিলেন গ্রেগ সেই সৌরভের সঙ্গেই সব থেকে বেশি অন্যায় করেছিলেন তিনি। শুধু অন্যায় না অপমান করেছিলেন সেই অস্ট্রেলিয়ান।

সেই সময়ের উদাহরণ দিয়ে সৌরভ বলেন, ‘‘অধিনায়ককে বাইরে বসতে বলা হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে ২০০৬ এ দ্বিতীয় টেস্টে ফয়জলাবাদে এই অভিজ্ঞতা হয়েছিল। ১৫ মাস আমি কোনও ওডিআই খেলিনি যখন আমি হয়তো ওয়ান ডে-র সেরা পারফর্মার ছিলাম।  এমনটা জীবনে ঘটে। বিশ্বের সেরাদের একদিন দরজা দেখিয়ে দেওয়া হয়।’’

যদিও সৌরভের বিশ্বাস মিতালী অবার খেলা সুযোগ পাবেন। তিনি মিতালীর উদ্দেশেই বলেন, ‘‘তোমাকে এটা সব সময় মনে রাখতে হবে যে তুমিই সেরা কারণ তিনি এমন কিছু করেছ, আর আবার সুযোগ আসবে। তাই আমি মিতালী বাদ যাওয়ায় খুব হতাশ হইনি। আমি মাঠের প্রতিক্রিয়া দেখেও হতাশ হইনি।’’

কিন্তু হতাশ হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হতাশ হয়েছেন ভারতের হারে। তিনি বলেন, ‘‘আমি হতাশ ভারতের সেমিফাইনালে হারে। কারণ আমি ভেবেছিলাম এই দলটা অনেকদূর যাবে। তবে এমনটাও হয়। জীবনের কোনও নিশ্চয়তা নেই। শুধু নিজের সেরাটা দিয়ে যেতে হয়।’’

সৌরভের এই মন্তব্যের পর হয়তো অনেকটাই মনোকষ্ট কাটবে মিতালীর। যদিও এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। যা খবর মিতালী রাজ ও ক্যাপ্টেন হরমনপ্রীত কাউরকে ডাকা হতে পারে বিসিসিআই-এ। তবে হরমনপ্রীতকে ভুললে চলবে না এই মিতালীর নেতৃত্বেই আরও দুটো ফর্ম্যাটের ক্রিকেট তাঁকে খেলতে হবে দেশের হয়ে।