ভারতীয় ক্রিকেট কিংবদন্তি এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি Sourav Ganguly বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার পরে আজ বলেছেন বাংলা ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই হবে তাঁর প্রাথমিক লক্ষ্য।
“আমি তাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। CAB-তে, কোনও বিরোধিতা নেই, সবাই এই অ্যাসোসিয়েশনের অংশ। আমরা সবাই সিএবি এবং বেঙ্গল ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসাথে কাজ করব। গুরুত্বপূর্ণ ইভেন্টগুলি আসছে- ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট ম্যাচ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। আমি চেষ্টা করব এবং আমার সেরাটা দেব,” সৌরভ বলেন।
আজ যাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনয়ন জমা দিয়েছেন তাঁরা হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (সভাপতি), নীতীশ রঞ্জন দত্ত (সহ-সভাপতি), বাবলু কোলে (সচিব), মদন মোহন ঘোষ (যুগ্ম সম্পাদক), সঞ্জয় দাস (কোষাধ্যক্ষ)।
তাঁর দল সম্পর্কে বলতে গিয়ে সৌরভ বলেন, “বাবলু কোলে খুবই অভিজ্ঞ। অভিজ্ঞতা ও জ্ঞান আছে এমন কাউকে পাওয়া গুরুত্বপূর্ণ। নীতিশ রঞ্জন দত্ত, মদন মোহন ঘোষ এবং সঞ্জয় দাসও অভিজ্ঞ এবং দীর্ঘদিন ধরে এই মাঠে রয়েছেন। তাদের সমস্ত অভিজ্ঞতা বাংলা ক্রিকেটের জন্য অত্যন্ত সহায়ক হবে।”
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google