জাস্ট দুনিয়া ডেস্ক: অভিজ্ঞ গোলকিপার Subrata Paul-কে সই করাল এটিকে মোহনবাগান। চলতি হিরো আইএসএলের শেষ পর্যন্ত তিনি চুক্তিবদ্ধ হলেন। অমরিন্দর সিং ও অভিলাষ পালের চোটের অবস্থা দেখেই সুব্রতকে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে আসা ভারতীয় দলের এই প্রাক্তন গোলকিপার মোহনবাগানেই ক্লাব ফুটবলের কেরিয়ার শুরু করেন।
২০০৭ থেকে ২০০৯ তিনি ইস্টবেঙ্গলের গোল সামলান। পরে দেশের একাধিক নামী ক্লাবের হয়েও খেলেন তিনি। ডেনমার্কের একটি ক্লাবেও (ভেসায়েল্যান্ড এফসি) খেলেছেন তিনি। হিরো আইএসএলে একশো ম্যাচের মাইলস্টোন থেকে আর পাঁচ ম্যাচ দূরে রয়েছেন ৩৫ বছর বয়সি সুব্রত। মুম্বই সিটি এফসি-র হয়ে এই লিগে অভিযান শুরু করেন তিনি। হিরো আই লিগেও ৬০টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর।
একসময়ে ভারতীয় দলের নিয়মিত গোলকিপার ছিলেন তিনি। তাঁর অনবদ্য পারফরম্যান্সের জন্য তাঁকে অনেকে ভারতের ‘স্পাইডারম্যান’ বলেও ডাকেন। জাতীয় দলের হয়ে এএফসি চ্যালেঞ্জ কাপ, সাফ কাপ ও একটি ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়নের খেতাব জেতেন। এএফসি এশিয়ান কাপেও ভারতের হয়ে ছ’টি ম্যাচ খেলেছেন বাংলার এই তারকা গোলকিপার।
অন্য দিকে, এসসি ইস্টবেঙ্গল কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা রাহুল পাশোয়ানকে সই করিয়েছে। বিএসএস স্পোর্টিং ক্লাবের এই ২৩ বছর বয়সি ফরোয়ার্ড এ বার স্থানীয় লিগে ছ’টি গোল করেছেন।
(লেখা আইএসএল ওয়েবসাইট থেকে)
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)