জাস্ট দুনিয়া ডেস্ক: বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৩ সংস্করণের জন্য সানরাইজার্স হায়দরাবাদ তাদের জার্সি প্রকাশ করল। ব্যাটার মায়াঙ্ক আগরওয়াল, পেস সেনসেশন ওমরান মালিক এবং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের মতো ভারতীয় আন্তর্জাতিক তারকাদের ফটোশ্যুটের মাধ্যমে জার্সি উদ্বোধন হয়ে গেল। সেই ছবি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে পোস্ট করল হায়দরাবাদ। সানরাইজার্স হায়দরাবাদ তাদের আইপিএল ২০২৩ অভিযান শুরু করবে ২ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাদের ঘরের মাঠ, হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে।
গত মরসুমে, হায়দরাবাদ পয়েন্ট টেবলের অষ্টমস্থানে শেষ করেছিল। তারা ছ’টি জয় এবং আটটি হারের সঙ্গে মোট ১২ পয়েন্ট নিয়ে শেষ করেছিল। তারা প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারেনি। সম্প্রতি আইপিএল ২০২৩-এর আগে সানরাইজার্স হায়দরাবাদের জন্য দক্ষিণ আফ্রিকার ব্যাটার এইডেন মারক্রামকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে।
ℍ𝔼ℝ𝔼. 𝕎𝔼. 𝔾𝕆. 🧡
Presenting to you, our new #OrangeArmour for #IPL2023 😍@StayWrogn | #OrangeArmy #OrangeFireIdhi pic.twitter.com/CRS0LVpNyi
— SunRisers Hyderabad (@SunRisers) March 16, 2023
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google