সুরেশ রায়না শাস্তি চাইলেন তাঁর কাকার পরিবারের ক্ষতি যারা করেছে তাদের

সুরেশ রায়না শাস্তি চাইলেন

জাস্ট দুনিয়া ডেস্ক: সুরেশ রায়না শাস্তি চাইলেন এবং শেষ পর্যন্ত তাঁর কাকার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা নিয়ে মুখ খুললেন। নিজেই সেই ঘটনাকে মর্মান্তিক বলে ব্যাখ্যা করলেন তিনি। যখন কাকার পরিবারের সঙ্গে এই ঘটনা ঘটে তখন তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের শিবিরে দুবাইতে ছিলেন। শিবিরের মধ্যেই দলের মধ্যে ছড়িয়ে পড়ে করোনা। দেশে ফেরৎ আসার সিদ্ধান্ত নেন সুরেশ রায়না কারণ তাঁর ছোট সন্তানের জন্য। সঙ্গে খবর পেয়ে গিয়েছিলেন কত বড় মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে তাঁর পরিবারে।

রায়না লেখেন, ‘‘আমার পরিবারের সঙ্গে পঞ্জাবে যা ঘটেছে তা ভয়ঙ্করের থেকেও বেশি। আমার কাকার মৃত্যু হয়েছে। আমার পিশি ও দুই ভাই অনেক চোট নিয়ে হাসপাতালে। কয়েকদিন লড়াইয়ের পর এক ভাই কাল মারা গিয়েছে। আমার পিশির অবস্থা খুবই খারাপ, জীবন যুদ্ধ চালাচ্ছে।’’

জানা গিয়েছিল ডাকাতদের হাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সুরেশ রায়নার ৫৮ বছরের কাকার। তাঁর পরিবারের বাকি সদস্যরা গুরুতর আহত। পঞ্জাবের পঠানকোটের ঘটনা। রায়নার কাকা অশোক কুমার একজন সরকারি কন্ট্রাক্টর ছিলেন। পুলিশের বক্তব্য অনুযায়ী পঞ্জাবের পঠানকোট জেলার থারিয়াল গ্রামের। ১৯ ও ২০ অগস্টের মাঝামাঝি সময়ে রাতে ঘটে এই ঘটনা। প্রয়াত ব্যাক্তির দাদা শ্যাম লাল নিশ্চিত করেছেন মৃত ব্যাক্তি সুরেশ রায়নার কাকা।

এদিন সুরেশ রায়না টুইট করে সেই ঘটনার কথা জানালেন। যেখানে তিনি পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দ্র সিংকেও ট্যাগ করে লিখেছেন, ‘‘অপরাধীরা যেন শাস্তি পায়।’’

তিনি আরও লেখেন, ‘‘আজ পর্যন্ত জানা যায়নি সেই রাতে ঠিক কী হয়েছিল, কারা এটা করেছে। আমি পঞ্জাব পুলিশকে অনুরোদ করব বিষয়টি দেখার জন্য। আমাদের এটা জানার অন্তত অধিকার রয়েছে কারা এমন কাণ্ড ঘটাল। সেই সব দোষীদের ছেড়ে দেওয়া উচিৎ নয় আরও ক্রাইম করার জন্য।’’

স্থানীয় পুলিশ সূত্রে খবর, কুখ্যাত ‘কালে কাচ্চেওয়ালে’ গ্যাং ডাকাতির উদ্দেশে অশোক কুমারের বাড়িতে গিয়েছিল। সেই সময় তাঁরা সকলেই তাঁদের বাড়ির ছাঁদে ঘুমাচ্ছিলেন।  তাদের আক্রমণে মাথায় চোট পান অশোক কুমার, সেই রাতেই মৃত্যু হয় তাঁর। তদন্ত চলছে। আহত হয়েছেন, অশোক কুমারের ৮০ বছরের মা, তাঁর স্ত্রী এবং দুই ছেলে। সোমবার মৃত্যু হয়েছে আহত আর একজনের। তিনি সুরেশ রায়নার খুড়তুতো ভাই।

(খেলার জগতের আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)