Virat Kohli-র হোটেলরুমের ভিডিও ভাইরাল, বিরক্ত ক্রিকেটার

virat kohli

জাস্ট দুনিয়া ডেস্ক: ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) পড়েছেন বেশ ফাঁপড়ে। এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন তিনি। চলছে টি২০ বিশ্বকাপ। প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে এসেছে সাফল্যও। যখন তাঁর ফর্ম স্বস্তি দিচ্ছে দেশকে তখন নিজেই অস্বস্তিতে বিরাট কোহলি। পার্থের যে হোটেলে তাঁরা ছিলেন সেই হোটেলের বিরাট কোহলির ঘরের ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে সঙ্কিত কোহলি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে কেউ একজন পুরো ঘরে ঘুরে ঘুরে ভিডিও শ্যুট করছেন। টেবল, বিছানা, সুটকেস, বাথরুম—কোনও কিছুই বাদ যায়নি তাঁর মোবাইল ক্যামেরায়।

একজন এই প্রোফাইলের ক্রিকেটারের ব্যক্তিগত জিনিস সোশ্যাল মিডিয়ায় চলে আসা একদমই ভালভাবে নিচ্ছেন না ক্রিকেটাররা। এই ঘটনার কথা জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন কোহলি। সেখানে তিনি সেই ভিডিওটি পোস্ট করেছেন। সঙ্গে তিনি লেখেন, ‘‘আমি বুঝতে পারছি ফ্যানরা তাঁদের প্রিয় প্লেয়ারকে দেখতে পেলে খুশি হয় ও উত্তেজিত হয়। তাঁদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে থাকেন। আমি সেটা মেনে নিচ্ছি। কিন্তু এই ভিডিওটি দেখার পড়ে আমি আমার গোপনীয়তা নিয়ে সন্দিহান হয়ে পড়েছি।’’

তিনি আরও লেখেন, ‘‘আমার যদি নিজের হোটেল রুমেই গোপনীয়তা নাথাকে তাহলে আমি কোথায় গিয়ে নিজের ব্যক্তিগত জায়গাটা আশা করতে পারি? আমি এটা মেনে নিতে পারছি না যা গোপনীয়তার পরিপন্থী। দয়া করে মানুষের গোপনীয়তাকে সম্মান করুন এবং তাদের বিনোদনের পণ্য ভাববেন না।’’

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

কোহলির ইনস্টাগ্রাম পোস্টে নিজের বিরক্তি প্রকাশ করেছেন ডেভিড ওয়ার্নার। তিনি লেখেন, ‘‘এটা একটা ভয়ঙ্কর বিষয়। একদম মেনে নেওয়া যায় না।’’কোহলির পোস্ট শেয়ার করেছেন স্ত্রী অনুষ্কা শর্মা। শেয়ার করে তিনি লেখেন, ‘‘অতীতে এমন কিছু অভিজ্ঞতা দেখেছি যেখানে ফ্যানরা কোনও করুণা বা অনুগ্রহ করে না কিন্তু এটা ভয়ঙ্কর খারাপ ঘটনা। চূড়ান্ত অসম্মান।’’ আপাতত দৃষ্টিতে মনে করা হচ্ছে হোটেলের কোনও কর্মীই এই কাজ করেছেন। কারণ সব ঘরের চাবি তাঁদের কাছে থাকে। এবং ভিডিওতে এক, দু’বার তাঁর মুখ দেখা না গেলেও শরীরে কিছুটা অংশ দেখা গিয়েছে। হোটেলের তরফে নিশ্চই তাঁকে খুজে বের করে শাস্তি দেওয়া হবে যাতে ভবিষ্যতে এমন কাজ করার আগে ভাবে।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle