জাস্ট দুনিয়া ডেস্ক: ভারতীয় ক্রিকেট দল সবার থেকে আলাদা মেনে নিয়ে বিরাট কোহলিকে রান মেশিন আখ্যা দিলেন। সঙ্গে জানালেন ব্যাটিংয়ে বাকিদের সঙ্গে কোহলির ফারাকটা বিরাট। এই যুগের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিই। কিন্তু ব্রায়ান চার্লস লারা এটা জানাতে ভুললেন না, তাঁর কাছে সর্বকালের সেরা শচীন তেন্ডুলকারই।
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটারকে বৃহস্পতিবার সাম্মানিক ডক্টরেট সম্মানে ভূষিত করেছে নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল বিশ্ববিদ্যালয়। সেখানেই বক্তব্য রাখার সময় লারা বলেন, ‘ও (বিরাট কোহলি) হল রান মেশিন। কিন্তু দুঃখিত, আমার পছন্দ শচীন তেন্ডুলকারই।’ একটু থেমে ত্রিনিদাদের রাজপুত্রের সংযোজন, এইমুহূর্তে ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে বিশ্বের বাকিদের সঙ্গে বিরাট কোহলির ফারাকটা বিশাল। এই বিশ্বকাপে রোহিত শর্মা হয়ত চারটে সেঞ্চুরি করেছে, বেয়ারস্টো বা অন্যরাও আছে। কিন্তু টি২০, টি১০, ১০০ বলের ক্রিকেট বা টেস্ট, যাই হোক না কেন, বিরাট কোহলিই সেরা।’
আন্তর্জাতিক ক্রিকেটে ২২৩৫৮ রান করা লারা মনে করেন, যদি এখন অ্যাওয়ে সিরিজে ভারতীয় ব্যাটসম্যানরা ভাল কিছু করেন তার কৃতিত্ব তেন্ডুলকারেরই, কারণ মুম্বইকারই সেই আত্মবিশ্বাস জুগিয়েছেন। লারার কথায়, ক্রিকেটে যে ছাপ শচীন রেখে গেছে, তা অবিশ্বাস্য।
যখন ভারতের বাইরে ভারতীয় ব্যাটসম্যানরা ভাল খেলতে পারত না, শচীন কিন্তু সব পিচেই ভাল ছিল। আজ যে কোনও পিচেই ভারতীয় ব্যাটসম্যানরা ভাল খেলে।’
বিশ্বকাপের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ দলকে নিয়ে বিরাট প্রত্যাশানা থাকলেও অনেকেই ভেবেছিলেন, কয়েকটা ম্যাচে অঘটন ঘটাবে তারা। কিন্তু সেই আশাও মেটেনি। বরং খুবই হতাশাজনক পারফরমেন্স ওয়েস্ট ইন্ডিজের। যা দেখে স্বাভাবিক ভাবেই মন খারাপ লারার। তাঁর মন্তব্য, ‘আমরা কোণঠাসা হয়ে পড়েছি। প্রত্যেকটা দেশ এগোচ্ছে, কিন্তু অনেকদিন ধরেই আমরা দাঁড়িয়ে রয়েছি এক জায়গায়। যা দুর্ভাগ্যজনক।’
বিরাট কোহলি হল ভারতীয় দলের রান মেশিন। কিন্তু দুঃখিত, আমার পছন্দ শচীন তেন্ডুলকারই। ক্রিকেটে যে ছাপ শচীন রেখে গেছে, তা অবিশ্বাস্য। — ব্রায়ান চার্লস লারা
১৯৯৯ সালে জামাইকার কিংস্টনে দ্বিতীয় টেস্ট। অস্ট্রেলিয়ারবিরুদ্ধে প্রথম ইনিংসে দলের ব্যাটিং বিপর্যয় রুখে ২১৩ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেছিলেন ব্রায়ান লারা। শেষ পর্যন্ত টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজই। সেই ২১৩ রানকেই কেরিয়ারের সেরা ইনিংস আখ্যা দিয়েছেন লারা।
(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)