জাস্ট দুনিয়া ডেস্ক: সচিনের জোড়া রেকর্ড ভেঙে যেতে পারে বুধবারই। ইংল্যান্ড সফর একদমই ভাল যায়নি ভারতের। তার পরই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। দুর্বল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অনেকটাই সেই হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। তার আগে এশিয়ান চ্যাম্পিয়নশিপ জয়। প্রথম ওয়ান ডে ৮ উইকেটে জয়ের পর দ্বিতীয় ওয়ান ডে-তেও জয়ের লক্ষ্যেই বিশাখাপত্তনমে নামবে ভারতীয় দল। তার সঙ্গে লক্ষ্য থাকবে বেশ কিছু রেকর্ডেও। সেই তালিকায় রয়েছেন রোহিত শর্মা থেকে বিরাট কোহলি। আর দু’জনেই ভাঙতে চলেছেন মাস্টার ব্লাস্টারের রেকর্ড। একটা সময় সব রেকর্ডই যে নিজের দখলে রেখেছিলেন সচিন তেন্ডুলকর এ থেকে তা পরিষ্কার।
পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে বুধবার বিশাখাপত্তনমে খেলতে নামবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে এই মুহূর্তে ১-০-তে এগিয়ে ভারত। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজও ২-০-তে জিতে নিয়েছিল ভারত। আর এ বার দ্বিতীয় ওয়ান ডে-তে নতুন রেকর্ডের সামনে দাড়িয়ে বিরাট কোহালি। দ্বিতীয় ওয়ান ডে-তেই যদি ১০ হাজার রানে পৌঁছে যান বিরাট তা হলে ইনিংসের হিসেবে তিনিই হবেন দ্রুততম ১০ হাজারি। এই মুহূর্তে সেই রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের দখলে। আপাতত মাত্র ৮১ রানে পিছিয়ে রয়েছেন বিরাট। তিনি যা ফর্মে রয়েছে হয়ত বুধবারই সেই রেকর্ড করে ফেলবেন ভারত অধিনায়ক।
দ্রুততম ১০ হাজার রানের তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। এই ১০ হাজার রান করতে তিনি নিয়েছেন ২৫৯টি ইনিংস। খুব দ্রুত সচিনের সেই রেকর্ড ভাঙবেন বিরাট। কারণ এখনও পর্যন্ত ২০৪টি ইনিংস খেলেছেন তিনি। বিরাট হবেন পঞ্চম ভারতীয় যিনি ঢুকে পড়বেন ১০ হাজারের ক্লাবে। ৩৭টি সেঞ্চুরি করে ফেলেছেন বিরাট। ২১টি বাউন্ডারি আর ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে প্রথম ম্যাচে করেছেন ১৪০ রান।
তিন দিনেই শেষ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ
দারুণ ফর্মে রয়েছেন ওপেনার রোহিত শর্মাও। দ্বিতীয় ওয়ান ডে-তেই সচিন তেতন্ডুলকরের রেকর্ডকে ভেঙে ফেলতে পারেন রোহিত শর্মা। বিরাটের পাশাপাশি প্রথম ওয়ান ডে-তে সেঞ্চুরি পেয়েছেন রোহিত। অপরাজিত ১৫২ রানের সেই ইনিংসে গুয়াহাটিতে ৮টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। এখনও পর্যন্ত একদিনের ম্যাচে ১৯৪টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। দ্বিতীয় ওয়ান ডে-তেই তিনি ছাপিয়ে যেতে পারেন সচিনকে। সচিনের ওয়ান ডে-তে ছক্কার সংখ্যা ১৯৫। মাত্র একটি ছক্কা হাঁকালেই ছুঁয়ে ফেলবেন সচিনকে। ছাপিয়ে যাওয়াটাও অস্বাভাবিক নয়।
এই মুহূর্তে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় রোহিত শর্মা রয়েছে ৮ নম্বরে। ইতিমধ্যেই তিনি ছাঁপিয়ে গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সৌরভের ঝুলিতে রয়েছে ১৯০টি ওভার বাউন্ডারি। প্রথম পাঁচে ভারতের রয়েছেন একজনই। তিনি উইকেট কিপার-ব্যাটসম্যান ও প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তিনি রয়েছেন এই তালিকার চতুর্থ স্থানে।
তালিকার শীর্ষে রয়েছেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি। তাঁর মোট ছক্কার সংখ্যা ৩৫১। ২৭৫টি ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল। তৃতীয় শ্রীলঙ্কার শনথ জয়সূর্য। তাঁর ওভার বাউন্ডারির সংখ্যা ২৭০।