জাস্ট দুনিয়া ডেস্ক: সদ্য বিচ্ছেদ ঘটেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও ম্যানচেস্টার ইউনাইটেডের। মঙ্গলবারই সেই বার্তা দিয়ে দিয়েছে ক্লাব। এমনিতে ক্লাবের সঙ্গে বেশ কিছুদিন ধরেই রোনাল্ডোর সম্পর্ক তলানিতে পৌঁছেছিল। বিশেষ করে নতুন কোচের তত্ত্বাবধানে খুশি ছিলেন না রোনাল্ডো। সরাসরিই কোচের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। ছাড়েননি ক্লাবের মালিকদের বিরুদ্ধে কথা বলতেও। সেটাই তাঁর বিদায়ে বড় ভূমিকা নিল। এই মুহূর্তে বিশ্বকাপে মজে গোটা দুনিয়া। তবে তার মধ্যেই জ্বলে উঠল রোনাল্ডো-ম্যানচেস্টার ইস্যু। বিশ্বকাপের মঞ্চে বসেই, এই নিয়ে মুখ খুললেন প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওয়েন রুনি (Wayne Rooney)। রোনাল্ডোকে না খেলানো নিয়ে যেমন তিনি অখুশি তেমনই রোনাল্ডোর ক্লাবের বিরুদ্ধে মুখ খোলাকেও তিনি সমর্থন করছেন না। শুনে নিন কী বলছেন রুনি—
👀 @WayneRooney reacts to @ManUtd & @Cristiano parting ways on @Visa_IND Match Centre 📽️#CristianoRonaldo #ManchesterUnited #ManUtd #Ronaldo𓃵 pic.twitter.com/EUt1kj84io
— JioCinema (@JioCinema) November 22, 2022
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google