জাস্ট দুনিয়া ব্যুরো: ভাইচুং ভুটিয়ার মনোনয়ন কেন সিকিম (Sikkim Football) থেকে নয়? প্রশ্নটা তুলে দিলেন নির্মল ছেত্রী। হঠাৎই কেন ভাইচুং আর হঠাৎই কেন এই নির্বাচন? তার জন্য একটু পিছন ফিরে দেখতে দেবে। সম্প্রতি ফিফার নির্বাসন নিয়ে তোলপাড় হয়েছে ভারতীয় ফুটবল। নিয়ম ভঙ্গ করায় ও ভারতীয় ফুটবল ফেডারেশনের তৃতীয় শক্তির ভূমিকার জন্য নির্বাসিত হতে হয়েছিল এআইএফএফ-কে। তার পর সিওএ-কে বাতিল করে সুপ্রিম কোর্ট। এবার নির্বাচন হবে সেখানে। এই পুরো সমস্যার জন্য আঙুল ওঠে সভাপতি প্রফুল প্যাটেলের দিকে। প্রশ্ন ওঠে ক্রীড়া প্রশাসনে ক্রীড়াবিদ না থাকা নিয়ে। এটা অনেক পুরনো প্রশ্ন। কিন্তু নতুন করে ওঠায় তিনি সরে দাঁড়ান। এবার নির্বাচন। সেখানে সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন দুই প্রাক্তন জাতীয় ফুটবলার ভাইচুং ভুটিয়া ও কল্যান চৌবে। ভাইচুং একসময় তৃণমূলের সঙ্গে ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে দল ছেড়ে দেন। অন্যদিকে কল্যান চৌবে বিজেপির অন্যতম সদস্য। তাঁর পিছনে রয়েছে কেন্দ্রে সমর্থন। প্রায় সব রাজ্যের ফুটবল ফেডারেশন রয়েছে তাঁরই সমর্থনে। এমন কী বাংলার ফুটবল ফেডারেশন রয়েছে তাঁর পাশে।
ভাইচুংয়ের জন্য রয়েছে দুটো অ্যাসোসিয়েশন। দুর্ভাগ্যজনক হল, ভাইচুংকে মনোনয়ন জমা দিতে হয়েছে অন্ধ্রপ্রদেশে ফুটবল ফেডারেশন থেকে। আর তাঁকে সমর্থন করছে একমাত্র রাজস্থান ফুটবল ফেডারেশন। এই অবস্থায় আসল প্রশ্নটা তুলে দিলেন আর এক জাতীয় ফুটবলার নির্মল ছেত্রী। সিকিমের মতো ছোট্ট রাজ্য থেকে উঠে এসে দীর্ঘদিন ভারতীয় ফুটবলকে শাসন করেছিলেন ভাইচুং ভুটিয়া। ভারতীয় ফুটবলের আইকন হয়ে উঠেছিলেন তিনি। তিনিই ভারতীয় ফুটবলের পাশাপাশি সিকিম ফুটবলের মুখ। সেই ভাইচুংয়েরই পাশে নেই সিকিম ফুটবল ফেডারেশন। কিন্তু কেন? কেই এই ব্যবহার দেশের অন্যতম সেরা ফুটবলারের সঙ্গে? প্রশ্ন তুলেছেন নির্মল ছেত্রী।
ভাইচুংয়ের পরে সিকিম থেকে এসে ভারতীয় ফুটবলে যাঁরা নাম করেছিলেন তাঁদের মধ্যে অন্যতম নির্মল ছেত্রী ও সঞ্জু প্রধান। বড় দলের পাশাপাশি দেশের জার্সি পরেও তাঁরা দীর্ঘদিন খেলেছেন। সিকিমের ফুটবল বলতে এই তিন জনই। যাঁরা অনেকদিন ভারতীয় ফুটবলে অবদান রেখে গিয়েছেন। এবার সেই নির্মল ছেত্রীই আঙুল তুলে দেখিয়ে দিলেন সিকিম ফুটবলের অন্দরের পরিস্থিতি। তিনি তাঁর পোস্টে লেখেন, ‘‘আমরা সবাই জানি ভাইচুং ভুটিয়া এআইএফএফ-এর সভাপতি পদের জন্য লড়াই করছেন। তবে এটা জেনে খুব খারাপ লাগছে যে তাঁকে নির্বাচনে লড়ার জন্য কোন রাজ্য সংস্থা থেকে নাম প্রস্তাব করা হয়েছে।’’
এর পরই তিনি প্রশ্ন তোলেন সিকিম ফুটবল ফেডারেশনের ভূমিকা নিয়ে। তিনি লেখেন, ‘‘সিকিম এফএ-র তাঁর নাম প্রস্তাব করা উচিত ছিল এবং তাঁকে পূর্ণ সমর্থন দেওয়া উচিত ছিল। কিন্তু এসএফএ প্রেসিডেন্ট তাঁর নিজের লক্ষ্য নিয়েই এগোচ্ছেন এক্সিকিউটিভ কমিটিতে নিজের জায়গা পাওয়ার জন্য।’’ সিকিম ফুটবলের সঙ্গে থাকাটা যে ভাইচুংয়ের ভুল ছিল সেটাও সোচ্চারে বলেছেন নির্মল। তিনি লেখেন, ‘‘আমরা অনেকদিন আগেই বলেছিলাম তিনি ভুল সঙ্গে রয়েছেন এবং এসএফএ ছাড়তেও বলেছিলাম।’’
এর পর তিই মেনলা এথেনপাকেই সরাসরি আক্রমণ শানিয়েছেন। তিনি লেখেন, ‘‘সবার জানার জন্য বলছি মেনলা এথেনপা স্যার অনেক বছর ধরে এআইএফএফ-এর শীর্ষ পদে রয়েছেন। তিনি কী করেছেন সিকিম ফুটবলের জন্য? কিছু না,এমনকি তিনি যদি এএফসি বা ফিফাতে গেলেও কিছু করবেন না। শুধুমাত্র পদ আঁকড়ে থাকবেন কিছু সুবিধে পাওয়ার জন্য।’’
এর পরই হতাশা বেরিয়ে এসেছে নির্মলের লেখায়। তিনি লেখেন, ‘‘সত্যি বলছি ফুটবলের উন্নতির জন্য চিৎকার আর লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি কারণ আমাদের কথা তাঁরা শোনেন না যাঁরা দীর্ঘদিন ধরে অ্যাসোসিয়েশন চালাচ্ছেন। ভাইচুং ফুটবলের মঞ্চে অনেক কিছু করেছেন। আমি এখনও মনে করি আরও করতে পারেন তিনি এই সুন্দর খেলার জন্য। আমাদের সিকিম ফুটবল ফেডারেশনের সংস্কার দরকার।’’ নির্মলের এই পোস্ট নিজের ওয়ালে শেয়ার করেছেন সঞ্জু প্রধানও।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google