জাস্ট দুনিয়া ডেস্ক: দুরন্ত সাকিব আল হাসান । তিনি কেন বিশ্বের সেরা অল রাউন্ডার তা আবারও প্রমাণ করে দিলেন। আফগানিস্তানকে ৬২ রানে হারানোর ম্যাচে ব্যাটে-বলে বাজিমাত করলেন বাংলাদেশের এই তারকা প্লেয়ার। তাঁর তিন নম্বরে ব্যাট করতে নামাটা যেমন তাঁর ব্যাটিংকে বদলে দিয়েছে তেমনই বল হাতেও তুখোড় হয়ে উঠেছেন ক্রমশ। রান করছেন, উইকেটও পাচ্ছেন। দলকে জেতাচ্ছেন। ইতিমধ্যেই দুটো সেঞ্চুরি করে ফেলেছেন তিনি।
(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)
সোমবার আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে ৬৯ বলে ৫১ রান করেন তিনি। ৮৭ বেল ৮৩ রান করেন মুশফিকুর রহিম। কিন্তু বল করতে নেমে সবাইকে মাত দেন সাকিব। ১০ ওভারে ২৯ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন তিনি। এই নিয়ে একদিনের আন্তর্জাতিকে দ্বিতীয়বার পাঁচ উইকেট নিলেন তিনি।
এদিন টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিল আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে সাত উইকেটে ২৬২ রান করে বাংলাদেশ। আফগানিস্তানকে হারানোর জন্য এই রানই যথেষ্ট ছিল। জবাবে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ২০০ রানে শেষ হয়ে যায় আফগানিস্তান। তিন ম্যাচ জিতে সেমিফাইনালের আশা আরও খানিকটা বারিয়ে নিল বাংলাদেশ।
ম্যাচের পর কী বলছেন সাকিব আল হাসান শুনুন
The man of the moment!#BANvAFG | #RiseOfTheTigers | #CWC19 pic.twitter.com/NozCozxhZE
— Cricket World Cup (@cricketworldcup) June 24, 2019
দেখুন সাকিবের পাঁচ উইকেট, সঙ্গে বাংলাদেশের বোলারদের বাকি উইকেটও
What a player! 🙌@sah75official becomes just the second man to take five wickets and score 50 runs in the same @cricketworldcup game.
Re-live the @BCBtigers wickets! 👀👇#RiseOfTheTigers | #CWC19 pic.twitter.com/y5C681wfZE
— ICC (@ICC) June 24, 2019
(ছবি ও ভিডিও: আইসিসি ও ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টুইটার)