ভারত বনাম পাকিস্তান, বিশ্বকাপে ২০১৯ কার, ভাবাচ্ছে বৃষ্টি

ভারত বনাম পাকিস্তান

জাস্ট দুনিয়া ডেস্ক: ভারত বনাম পাকিস্তান মানেই বিশ্ব ক্রিকেটের একটা যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি। তাও সেটা যদি হয় বিশ্বকাপের মঞ্চে তা হলে তো কথাই নেই। এই ম্যাচ ঘিরে বিশ্বকাপ শুরুর আগে কম জলঘোলা হয়নি। পুলওয়ামায় জঙ্গি হালমার প্রভাব সরাসরি গিয়ে পড়েছিল বিশ্বকাপের এই মঞ্চে। একদল মানুষ চেয়েছিল ভারত যাতে পাকিস্তানের বিরুদ্ধে না খেলে। সেই তালিকায় ছিলেন অনেক নামজাদা প্রাক্তন ক্রিকেটারও। সেই মতো বিসিসিআইও আইসিসির কাছে আবেদন জানিয়েছিল। যা মেনে নেয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্খা। শেষ পর্যন্ত সেই ম্যাচ হচ্ছে। যার টিকিট শেষ হয়ে গিয়েছে রাতারাতি। যা বেঁচে রয়েছে তা অনেক বেশি দামে বিকোচ্ছে।

গ্যালারি যে ভরে যাবে তা নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু সংশয় একটাই। আর সেটা হল বৃষ্টি। ইতিমধ্যেই বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে বিশ্বকাপের চারটি ম্যাচ। তার মধ্যে একটি করে ম্যাচ ভারত ও পাকিস্তানেরও রয়েছে। রবিবার ম্যানচেস্টারেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই ম্যাচ ভেস্তে যাওয়াটা মোটেও কাম্য নয়।

দুই দলই মুখিয়ে রয়েছে পুরো পয়েন্ট তুলে নেওয়ার জন্য। বিশ্বকাপের ইতিহাসে ভারতের জয়ের রেকর্ড ১০০ শতাংশ। কারও মতে এটা ধরে রাখাই ভারতের উপর চাপ সৃষ্টি করতে পারে। যদিও বিরাট কোহলি বলছেন, ‘‘পেশাদার হিসেবে এটা আমাদের কাছে আরও একটা ম্যাচ। মাঠে নেমে পরিকল্পনা অনুযায়ী খেলাটাই একমাত্র লক্ষ্য।’’

এর মধ্যেই শিখর ধাওয়ানের কভার হিসেবে ম্যানচেস্টারে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন ঋষভ পন্থ। অনুশীলনে ব্যান্ডেজ বেঁধে এসেছিলেন শিখৱ ধাওয়ানও।

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন)