বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুধবার

Virat Kohli

জাস্ট দুনিয়া ডেস্ক: বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ বুধবার। ১০ দলের বিশ্বকাপে সবার শেষে নামছে ভারত। তার আগে সব দলই প্রায় দুটো করে ম্যাচ খেলে ফেলেছে। ভারতের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচে হেরে ভারতের বিরুদ্ধে নামছে। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে তারা হেরেছে পাকিস্তানের বিরুদ্ধে।

তার মধ্যে চোট আঘাতের সমস্যায়ও ভুগছে দল। বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন জেল স্টেইন। একটি ম্যাচও খেলার সুযোগ হয়নি তাঁর। চোটের জন্য ভারতের বিরুদ্ধে খেলতে পারছেন না লুঙ্গি এনগিডি। মাথায় চোট পেয়েছিলেন হাশিম আমলা। তিনি ফিরছেন ভারতের বিরুদ্ধে।

অনুশীলনে কয়েকদিনন আগে আঙুলে চোট পেলেও এখন পুরো সুস্থ বিরাট কোহলি। তাঁর উপর অনেক দায়িত্ব থাকবে ভারতীয় দলের। অনেক বড় ভূমিকা নেবেন পেসার যশপ্রীত বুমরা। এই বিশ্বকাপে পেসাররা সাফল্য পাবে বলেই ধরা হচ্ছে। যে কারনে অনেকটাই দায়িত্ব থাকবে মহম্মদ শামির উপরও।

শেষ বিশ্বকাপ খেলতে নামছেন এমএস ধোনি। তাঁর উপরও থাকবে অনেকটাই দায়িত্ব। বিরাটের পিছনে থাকবেন তিনি।

প্রথম ম্যাচের আগে কী বললেন বিরাট কোহলি:

প্রথম দুই ম্যাচ হেরে ভারতের বিরুদ্ধে নামলেও দক্ষিণ আফ্রিকাকে হালকাভাবে নিতে নারাজ বিরাট কোহলি।

বিশ্বকাপের মতো আসরে ভারতীয় দলের অধিনায়কত্ব করতে পেরে গর্বিত বিরাট কোহলি।

ডেল স্টেইনের দ্রুত ফিট হওয়ার জন্য শুভেচ্ছা জানালেন ঠিকই কিন্তু তার পরই বিশ্বকাপ থেকে স্টেইনের ছিটকে যাওয়ার খবর এল।

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)

ছবি ও ভিডিও: বিসিসিআই টুইটার