জাস্ট দুনিয়া ডেস্ক: বিশ্বকাপে বৃষ্টি রাজ চলছেই। এত ম্যাচ এর আগে কখনও বাতিল হয়নি বিশ্বকাপে। আঙুল উঠছে আইসিসির দিকে। এখনও পর্যন্ত ৪টি ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টিতে। স্বাভাবিক ভাবেই ক্ষতিও হয়েছে বিস্তর। কিন্তু রবিবার ভারত–পাকিস্তান ম্যাচও যদি ভেস্তে যায়, তাহলে সেই ক্ষতির পরিমান কয়েক গুণ বেড়ে যাবে।
সব থেকে বেশি ভুগতে হবে সম্প্রচারক সংস্থা স্টার স্পোর্টস এবং সংশ্লিষ্ট বিমা সংস্থাকে। খেলা না হলে স্টার স্পোর্টসের ১৪০ কোটি টাকা ক্ষতির সম্ভাবনা। বিজ্ঞাপন বাবদ এই টাকাটাই তাদের আয় করার কথা। প্রতি ম্যাচে বিজ্ঞাপনের জন্য মোট ৫৫০০ সেকেন্ড বরাদ্দ থাকে।
এমনিতে বিজ্ঞাপনদাতাদের সেকেন্ড পিছু ১ লক্ষ ৬০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা দিতে হয়। কিন্তু ভারত–পাকিস্তান ম্যাচে এই অঙ্কটাই সেকেন্ড পিছু আড়াই লক্ষ টাকা। সেই হিসেবে স্টার স্পোর্টসের ঘরে ১৩৭ কোটি ৫০ লক্ষ টাকা আসার কথা। অধিকাংশ স্লট অনেক আগেই বিক্রি হয়ে গেছে। যেগুলো পড়ে রয়েছে, তার দর ৫০ শতাংশ বেড়ে গেছে।
খেলা না হলে বিমা সংস্থাগুলির আর্থিক ক্ষতির পরিমান দাঁড়াবে ১৮০ কোটি টাকা। খেলা না হলে বিমা সংস্থাগুলিকে এই টাকাটাই ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে নানা সংস্থাকে। বিমার পরিমাণ ৩০০ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে।
(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)