এক হতাশার হার কাটিয়ে দু’বছর পর জয়ের কাহিনি লিখল নিউজিল্যান্ড
এক হতাশার হার আর এক ঐতিহাসিক জয়, দল একটাই নিউজিল্যান্ড। মাঝে দু’বছরের ব্যবধান। ২০১৯ সালের ১৪ জুলাই হতাশায় ডুবে গিয়েছিল গোটা বিশ্ব, শুধু ইংল্যান্ড ছাড়া।
এক হতাশার হার আর এক ঐতিহাসিক জয়, দল একটাই নিউজিল্যান্ড। মাঝে দু’বছরের ব্যবধান। ২০১৯ সালের ১৪ জুলাই হতাশায় ডুবে গিয়েছিল গোটা বিশ্ব, শুধু ইংল্যান্ড ছাড়া।
কেন উইলিয়ামসনের চোট, আর সে কারণেঅ ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে খেলা হচ্ছে না নিউজিল্যান্ড অধিনায়কের। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে কিউইরা।
আইসিসির অদ্ভুত নিয়ম যেখানে দু-দু’বার ম্যাচ ড্র। তাও আবার বিশ্বকাপের ফাইনাল। এবং শেষ পর্যন্ত শুধুমাত্র বাউন্ডারির উপর নির্ভর করে ফল।
Copyright 2025 | Just Duniya