Indian Air Force Rescued Indians From Kabul

কাবুল থেকে দিল্লি

কাবুল থেকে দিল্লি, রবিবার ভোররাতেই উদ্ধার করে নিয়ে আসা হল ১০৭ ভারতীয়কে

কাবুল থেকে দিল্লি, উদ্ধার করে নিয়ে আসা হল ১০৭ জন ভারতীয়কে। আফগানিস্তানে আটকে থাকা ১৬৮ জনকে উদ্ধার করে দিল্লি ফিরেছে ভারতীয় বায়ু সেনার বিশেষ এক বিমান।


None
আরও ৮৫ ভারতীয় উদ্ধার

কাবুল থেকে উদ্ধার ভারতীয় দূতাবাস কর্মীরা, কতটা কঠিন ছিল কাজ

কাবু‌ল থেকে উদ্ধার ভারতীয় দূতাবাসকর্মীরা সঙ্গে বেশ কিছু সাধারণ নাগরিকও। মঙ্গলবার ১৩০ জনকে নিয়ে সকালে দিল্লিতে অবতরণ করেছে ভারতীয় বায়ুসেনার বিমান।