ডোপিংয়ের দায়ে চার বছর নির্বাসিত সঞ্জিতা চানু
দু’বারের কমনওয়েলথ চ্যাম্পিয়ন ভারতীয় ভারোত্তলক সঞ্জিতা চানুকে গত বছর ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার জন্য জাতীয় অ্যান্টি ডোপিং এজেন্সি (NADA) চার বছরের জন্য নির্বাসিত করল।
দু’বারের কমনওয়েলথ চ্যাম্পিয়ন ভারতীয় ভারোত্তলক সঞ্জিতা চানুকে গত বছর ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার জন্য জাতীয় অ্যান্টি ডোপিং এজেন্সি (NADA) চার বছরের জন্য নির্বাসিত করল।
ছবিতে মীরাবাই চানু এবার ধরা দেবেন সবার সামনে। অলিম্পিকে ভারোত্তনে রুপো জিতে দেশের নাম উজ্জবল করার পাশাপাশি তৈরি করেছেন ইতিহাস।
Tokyo Olympics 2020-তে ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন মীরাবাই চানু। ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে তিনি রুপো জিতে নেন। ইতিমধ্যেই মীরাবাই ফিরেও এসেছেন দেশে।
Copyright 2024 | Just Duniya