বড়দিনের কলকাতা: শীতের রাজ্যে ভিড়ঠাসা শহর উৎসবময়
বড়দিনের কলকাতা রীতি মতো উৎসবে মেতে উঠেছে। পার্ক স্ট্রিট থেকে ইকো পার্ক, ভিক্টোরিয়া থেকে চিড়িয়াখানা— সর্বত্রই ভিড়ে ঠাসা।
বড়দিনের কলকাতা রীতি মতো উৎসবে মেতে উঠেছে। পার্ক স্ট্রিট থেকে ইকো পার্ক, ভিক্টোরিয়া থেকে চিড়িয়াখানা— সর্বত্রই ভিড়ে ঠাসা।
মরসুমের শীতলতম দিন আজ। বড়দিনেই বড় ঠান্ডা পড়েছিল। গত কয়েক বছরে এমন ঠান্ডা আর পড়েনি। এ বার কিন্তু পারদ নেমে গেল ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে।
কলকাতা কাঁপছে ঠান্ডায়। হিমেল হাওয়ায় সে আজ হার মানাচ্ছে মানালিকেও।কোনও কিছুতেই আজ বাগে আনা যাচ্ছে না ঠান্ডাকে। সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি।
Copyright 2026 | Just Duniya