জাস্ট দুনিয়া ডেস্ক: এয়ারটেল গত অগস্টেই ঘোষণা করেছিল, তাদের বিশেষ কিছু প্ল্যানের পোস্টপেড গ্রাহককে নেটফ্লিক্সে ফ্রি অ্যাকসেস দেওয়া হবে। কিন্তু, কত টাকার কোন প্ল্যানে সেই সুবিধা পাবেন গ্রাহকেরা, সেটা সেই সময় তারা ঘোষণা করেননি। সেই ঘোষণার পর মাসখানেকের বেশি কেটে গিয়েছে। এ বার সেই অফার প্ল্যান ঘোষণা করল এয়ারটেল। যদিও ব্রডব্র্যান্ড গ্রাহকদের জন্য কোনও ঘোষণা করেনি ওই টেলি কোম্পানি।
ফ্রি নেটফ্লিক্স অ্যাকসেস পাওয়া যাবে মাই এয়ারটেল অ্যাপের মাধ্যমে। মাই এয়ারটেল অ্যাপ খুললেই যেখানে এয়ারটেল থ্যাঙ্কস ব্যানার রয়েছে সেখানে ক্লিক করলেও দেখা যাবে নেটফ্লিক্স। আর সেখানে ক্লিক করলেই মিলবে ফ্রি পরিষেবা।
এর আগে গ্রাহকদের অ্যামাজন প্রাইম ভিডিও এবং হটস্টার অ্যাকসেস দিয়েছিল এয়ারটেল। প্রোমোশনাল স্কিমের আওতায় গত কয়েক মাসে এয়ারটেল টিভির পাশাপাশি গ্রাহকদের ওই দু’টি পরিষেবাও দিয়েছিল এয়ারটেল। এ বার সেই তালিকায় জুড়ল নেটফ্লিক্স অ্যাকসেস।
এয়ারটেল জানিয়েছে, পোস্টপেডের ৪৯৯ টাকা এবং তার ঊর্ধ্বের সমস্ত প্ল্যানে নেটফ্লিক্স অ্যাকসেস ফ্রিতে মিলবে। তার মানে যে সমস্ত গ্রাহক ৪৯৯, ৬৪৯, ৭৯৯ এবং ১,১৯৯, ১,৫৯৯, ১,৯৯৯ এবং ২,৯৯৯ টাকার প্ল্যানে রয়েছেন, তাঁরা জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং অ্যাপ নেটফ্লিক্স ব্যবহার করতে পারবেন। যদিও ফ্রি ওই পরিষেবা তিন মাসের জন্য মিলবে। সেটাও নেটফ্লিক্সের যে ৫০০ টাকার প্ল্যান রয়েছে, সেই পরিষেবা। ওই পরিষেবার মধ্যে রয়েছে সিঙ্গল-স্ক্রিন অ্যাকসেস এবং এসডি কোয়ালিটির ভিডিও।
ক্রিকেট ছেড়ে বিমান চালক, ২১ বছরে বয়সেই খুলে রাখলেন জাতীয় দলের জার্সি
নতুন এই অফার পেতে গেলে গ্রাহককে কী করতে হবে?
- মাই এয়ারটেল অ্যাপ খুলুন।
- এয়ারটেল থ্যাঙ্কস ব্যানারে ক্লিক করুন।
- সেখানে আপনি ফ্রিবাইস লিস্টে ১৫০০ টাকার নেটফ্লিক্স গিফ্ট পাবেন।
- ওখানে একটি ক্লেম বাটন থাকবে। সেটায় ক্লিক করে দাবি জানাতে হবে।
- এর পর আপনাকে আপনার নেটফ্লিক্স অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে।
- যদি অ্যাকাউন্ট না থাকে, তবে তা নতুন করে তৈরি করতে হবে।
- যদি আপনার অ্যাকাউন্ট থাকে, তবে লগ-ইন আইডি এবং পাসওয়ার্ড দিন।
- এ বার প্রসিড বাটন-এ ক্লিক করুন।
- যদি আপনি ইতিমধ্যেই নেটফ্লিক্সের অ্যাকটিভ গ্রাহক হন, তা হলে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে ওই ১৫০০ টাকার ভাউচার।
- সেই ভাউচারের টাকায় আপনি তিন মাস ফ্রিতে নেটফ্লিক্সের পরিষেবা পাবেন।
এই ধাপগুলো পেরনোর পর আপনি তিন মাস ধরে নেটফ্লিক্সের বেসিক প্ল্যানে তিন মাস ওই ভিডিও স্ট্রিমিং সাইটটি দেখতে পাবেন।