পতঞ্জলির সিম কার্ড নিয়ে এলেন রামদেব, সবচেয়ে কম খরচে দেদার ফোন ও ইন্টারনেট

পতঞ্জলির সিম কার্ডপতঞ্জলির সিম কার্ড

জাস্ট দুনিয়া ডেস্ক: পতঞ্জলির সিম কার্ড মিলবে এ বার বাজারে। নয়া সেই সিম কার্ডের নাম স্বদেশি সমৃদ্ধি। বিএসএনএলের সঙ্গে গাঁটছড়া বেঁধে এমনই অভিনব উদ্যোগ নিয়েছেন বাবা রামদেব।

গত রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে ওই সিম কার্ডের উদ্বোধন করেছেন রামদেব। যোগগুরু হিসাবে যাত্রা শুরু করেছিলেন। ধীরে ধীরে নিজের পরিচিতি বাড়িয়েছেন। গোটা দেশ তো বটেই, গোটা যোগবিশ্ব তাঁকে চেনে। তাঁ সংস্থা ‘পতঞ্জলি’ এর পর নিত্যপণ্যের বাজারে পা রাখে। একের পর এক পণ্য বাজারে আসতে থাকে পতঞ্জলির ব্র্যান্ডে। এ বার সেই তালিকায় চমক এই নয়া সিম কার্ড। এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল, রিলায়্যান্স, টাটা-র পর এ বার স্বদেশি সমৃদ্ধি। হ্যাঁ, রামদেবের ওই সিম কার্ডের নাম এমনই রাখা হয়েছে। যদিও, আমজনতা এখনই এই নয়া সিম কার্ডের সুবিধা পাবেন না। যোগগুরু রামদেব জানিয়েছেন, আপাতত পতঞ্জলি সংস্থার কর্মী এবং অফিসকর্মীরা এই সিম কার্ড ব্যবহার করতে পারবেন। খুব শীঘ্রই আমজনতার জন্য শুরু হবে এই পরিষেবা।

প্রাথমিক ভাবে ওই সিম নিতে খরচ পড়বে খুবই সামান্য টাকা। এ ছাড়া ১৪৪ টাকা দিয়ে রিচার্জ করলে ২৮ দিনের জন্য সারা দেশে আনলিমিটেড কল করা যাবে ৷ পাওয়া যাবে প্রতি দিন ২জিবি-র ডেটা প্যাক। থাকছে বিনামূল্যে ১০০টি এসএমএস করার সুবিধাও ৷ এই সিম কার্ডের সঙ্গে দেওয়া হবে দুর্ঘটনা ও চিকিৎসা সংক্রান্ত বীমা। জীবন বীমা হিসেবে ৫ লক্ষ টাকা এবং চিকিৎসা বীমা খাতে আড়াই লক্ষ টাকা কভারেজেরও সুবিধা থাকছে ৷ পাশাপাশি এই সিম কার্ড ব্যবহার করলে ১০ শতাংশ ছাড় মিলবে পতঞ্জলির সমস্ত সামগ্রীতে।

অডির দামে বিপুল ছাড়, এ বছর কিনে টাকা দিন পরের বছর

সিম কার্ড উদ্বোধনের অনুষ্ঠানে রামদেব জানিয়েছেন, সরকারি সংস্থা বিএসএনএল-এর স্বদেশি নেটওয়ার্ক রয়েছে। তাঁর মতে, পতঞ্জলি এবং বিএসএনএল-এর লক্ষ্য দেশের কল্যাণময় কাজ করা। তিনি বলেন, ‘‘গোটা দেশে বিএসএনএলের ৫ লাখ কাউন্টার রয়েছে। সেই কাউন্টারগুলো থেকেই সাধারণ মানুষ পতঞ্জলির স্বদেশি সমৃদ্ধি সিম কার্ড সংগ্রহ করতে পারবেন।’’

কী কী পাবেন?

  • সিম নিতে সামান্য খরচ
  • রিচার্জ করতে হবে ১৪৪ টাকা দিয়ে
  • ২৮ দিনের জন্য সারা দেশে আনলিমিটেড কল
  • প্রতি দিন ২ জিবি ডেটা
  • ১০০ এসএমএস ফ্রি
  • পতঞ্জলির সব সামগ্রীতে ১০ শতাংশ ছাড়
  • ৫ লাখ টাকার দুর্ঘটনাজনিত বীমা
  •  আড়াই লাখ টাকার চিকিৎসাজনিত বীমা