বহুবার হিমালয়ের শিখরে উড়েছে ভারতের পতাকা। এবার সেই পতাকাই উড়বে Amazon Forest-এর গভীরে। আর এই অসাধারণ ঘটনা ঘটাতে চলেছে অবসরপ্রাপ্ত নৈহাটি পৌরসভার কর্মী শ্রী করুণা প্রসাদ মিত্র। ৭২ বছর বয়েসে তিনি পারি দিচ্ছেন শহুরে কংক্রিটের জঙ্গল ছেড়ে আমাজনের গভীর জঙ্গলে। আগামী ১১ অগষ্ট রওনা দিচ্ছেন এই অসাধ্য সাধনের লক্ষ্যে। ব্রাজিলের মানাউস হয়ে লক্ষ্য ‘পৃথিবীর ফুসফুস’ অর্থাৎ আমাজনের অরণ্যে। যে অরণ্য যতটা ভয়ঙ্কর ততটাই তাজা অক্সিজেন উৎপাদন ও সরবরাহ করে সারা বিশ্বকে সুস্থ রাখছে সঙ্গে শুষে নিচ্ছে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড। প্রকৃতির এক অভূতপূর্ব আশীর্বাদের ফল এই ভারসাম্য রেখে চলা আদিম অনন্তকাল ধরে।
সেই প্রকৃত প্রকৃতি বাঁচিয়ে রাখার লক্ষে ও বার্তা নিয়ে বহু দুর্গম পথ হেঁটে চলেছেন করুণা প্রসাদ , যিনি সকল পাহাড়িয়া মানুষদের কাছে পল্টুদা নামে পরিচিত। সদা হাসি মুখে সইতে পারেন দুর্গম পাহাড় পর্বত জঙ্গলের সকল প্রতিকূলতা। না হলে কী এই অবসরেও পৌঁছে এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছে যান! গিয়েছেন এভারেস্ট বেস ক্যাম্প , আমদাবালাম বেস ক্যাম্প থেকে কালা পাথরের শীর্ষে। শুধু তাই বা কেন ২০২৩-এ উত্তর মেরু অভিযান সেরে আবার ২০২৪
এ আন্টার্টিকা অভিযানে বেরিয়ে পৌঁছে গেছিলেন আর্জেন্টিনাতে।
এবার তাঁর সঙ্গী আরও দু’জন পুরুষ অবসর প্রাপ্ত ব্যাঙ্ক ও একজন অবসর প্রাপ্ত মহিলা বিএসএনএল কর্মী। তাঁর প্রতিটি অভিযানের নামকরণ খুবই আকর্ষণীয় থাকে। যেমন আফ্রিকাতে ‘ রিটায়ার্ড বাট নট রিটায়ার্ড ‘ , উত্তর মেরুতে ‘সত্তরে উত্তরে ‘ আবার দক্ষিণ মেরুতে ‘প্রদক্ষিণে দক্ষিণে’। আর এবার দলের নাম দিলেন ‘বাহাত্তরে বাহাদুরি ‘।
সত্যিই অবাক করার মতোই ঘটনা। এ যেন প্রবীণ প্রকৃতির দীর্ঘায়ু কামনা করে নবীন প্রজন্মের হাতে অফুরন্ত অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া। প্রাণ ভরে শ্বাস নিয়ে স্বাধীন জীবন যাপনের যোগ্য পৃথিবী উপহার দেওয়া আর সেই সঙ্গে আমাজনের সবুজ অরণ্যে ভারতের তেরঙা পতাকা উড়িয়ে ৭৮তম স্বাধীনতা দিবস প্রবাসে উদযাপন করবেন এই সব ‘বাহাত্তরে বাহাদুর’রা। বাঁচুক প্রকৃতি , থাকুক এইসব প্রবীণ মানুষের উদ্দম, বেড়ে উঠুক নতুন প্রজন্ম , ভারসাম্য থাকুক প্রাকৃতিক ও সামাজিকতার।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google