জাস্ট দুনিয়া ডেস্ক: বাংলাদেশে ভোটগ্রহণ পর্ব শেষ। এ বার শুরু হয়েছে গণনা পর্ব।
রবিবার সকাল আটটা থেকে গোটা দেশ জুড়ে ভোটগ্রহণ শুরু হয়। মোট তিনশোটি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। একটি আসনের প্রার্থী মারা গিয়েছিলেন। সেই জন্য ওই আসনে ভোট হয়নি।
বাংলাদেশের একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে প্রাথমিক প্রবণতায় এগিয়ে রযেছেন আওয়ামি লিগ প্রার্থীরা। এখনও বেশ কিছু বুথে ভোটারদের লাইন রযেছে। কাজেই ওই সব জায়গায় গণনা শুরু করা যায়নি। যে সব বুথে ইতিমধ্যেই ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে, সেগুলিতেই শুধু শুরু হয়েছে ভোট গণনা।
এ দিন ভোটগ্রহণের সময় একাধিক জাযগায় নির্বাচনী সংঘর্ষ হয়েছে। পুলিশের গুলিতেও মারা গিয়েছেন বেশ কযেক জন। সব মিলিয়ে মোট ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে কুমিল্লা আর চট্টগ্রামে মৃত্যু হয়েছে দু’জন করে। এ ছাড়া রাঙামাটি, বগুড়া, রাজশাহী, ব্রাহ্মণবেড়িয়া, কক্সবাজার এবং নরসিংদীতেও কয়েক জন মারা গিয়েছেন।
এ দিন সকাল সওয়া ৮টা নাগাদ ঢাকার সিটি কলেজ কেন্দ্রে গিয়ে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আওয়ামি লিগের সভাপতিও বটে। ভোট দেওয়ার পর তিনি আশাপ্রকাশ করেন, তাঁর দল ফের ক্ষমতায় আসছে।