জাস্ট দুনিয়া ডেস্ক: গত বছরের গ্রীস্মে যখন কনা লকডাউন চলছে তখন মদের আসর বসেছিল ১০ ডাউনিং স্ট্রিটে। সেখানে হাজির হয়েছিলেন Boris Johnson । তা জানাজানি হতেই শুরু হয় সমালোচনা। বিরোধীরা পদত্যাগের দাবিও তোলে। এদিন সেই ভুলই স্বীকার করে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পার্লামেন্টে সেদিনের ঘটনার জন্য ক্ষমাচেয়ে নিলেন। সেদিন সেই পার্টিতে হাজির হয়েছিল প্রচুর মানুষ। আর তাতে নিজে উপস্থিত থেকে সমর্থনই করেছিলেন বরিস জনসন। সেই দায় নিয়েই দায়িত্ব ছাড়ার দাবি তোলে বিরোধীরা। যেখানে সেই পার্টি হয়েছিল সেটা তাঁর বাড়িরই অংশ। বরিস এদিন ক্ষমা চেয়ে জানান, তিনি সেখানে ছিলেন মিনিট ২৫। তার পর বেরিয়ে যান। তবে তাঁর আফশোস, সেদিন নিজে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাকিদেরও বাড়ি ফিরে যাওয়ার কথা বলা উচিত ছিল। শুনে নিন কী বলেছেন বরিস জনসন—
British Prime Minister Boris Johnson has apologized to parliament for a ‘bring your own booze’ gathering that was held at his official residence during the country’s first lockdown as opponents say he must resign https://t.co/8mrJgBBqDL pic.twitter.com/DdT0lsjf8j
— Reuters (@Reuters) January 12, 2022
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)